Logo
×

Follow Us

এশিয়া

মালয়েশিয়ার ‘পাসার মালাম’ হারাচ্ছে উৎসবের রং

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৬ অক্টোবর ২০২৫, ০৭:৫৬

মালয়েশিয়ার ‘পাসার মালাম’ হারাচ্ছে উৎসবের রং

মালয়েশিয়ার ঐতিহ্যবাহী রাতের হাট ‘পাসার মালাম’ (Pasar Malam) একসময় ছিল প্রাণবন্ত, উৎসবমুখর ও পারিবারিক বিনোদনের কেন্দ্র। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে সেই রং হারিয়ে যাচ্ছে বলে মন্তব্য করেছেন দেশটিতে বসবাসরত এক বিদেশি নাগরিক। তার অভিজ্ঞতা ও পর্যবেক্ষণ সামাজিক মাধ্যমে ভাইরাল হয়ে গেছে।

এই প্রবাসী জানান, আগে পাসার মালামে গেলে মনে হতো যেন কোনো মেলার মধ্যে ঢুকে পড়েছি। রঙিন আলো, গান, খাবারের গন্ধ, খেলনা, ছোট রাইড, বাচ্চাদের হাসি, আর মানুষের ভিড়। এখন সেখানে শুধু খাবার আর কিছু কেনাকাটার স্টল। বিনোদনের সেই উপাদানগুলো প্রায় হারিয়ে গেছে।

তিনি মনে করেন, আধুনিকতা, বাণিজ্যিক চাপ এবং স্থান সংকটের কারণে পাসার মালামের মূল আনন্দের জায়গাগুলো হারিয়ে যাচ্ছে। আগে যেখানে পরিবার নিয়ে ঘুরতে যাওয়া যেত, এখন তা হয়ে উঠেছে শুধু কেনাকাটার জায়গা। বিশেষ করে শিশুদের জন্য কোনো বিনোদনের ব্যবস্থা না থাকায় অনেক পরিবার আগ্রহ হারাচ্ছে।

প্রবাসী লেখেন, “আমি যখন প্রথম মালয়েশিয়ায় এসেছিলাম, তখন পাসার মালাম ছিল আমার সপ্তাহের সবচেয়ে আনন্দের সময়। এখন সেখানে গেলে মনে হয়, শুধু খাবার কিনে বাড়ি ফেরার জায়গা।" তিনি আরো বলেন, “এই পরিবর্তন শুধু আমার নয়, অনেক মালয়েশিয়ানও একই অভিজ্ঞতা শেয়ার করছেন।"

তার পোস্টে অনেকেই মন্তব্য করেছেন, তারা ছোটবেলার পাসার মালামের কথা মনে করে আবেগপ্রবণ হয়ে পড়েছেন। কেউ কেউ লিখেছেন, “আগে পাসার মালামে গেলে মনে হতো ঈদের মেলা, এখন শুধু ভাজা খাবারের গন্ধ।” অনেকে আবার স্থানীয় কর্তৃপক্ষকে আহ্বান জানিয়েছেন, যেন পাসার মালামের পুরনো রূপ ফিরিয়ে আনার উদ্যোগ নেওয়া হয়।

বিশেষজ্ঞরা বলছেন, পাসার মালাম শুধু কেনাবেচার জায়গা নয়, এটি মালয়েশিয়ার সংস্কৃতি ও সামাজিক বন্ধনের প্রতীক। তাই এর ঐতিহ্য রক্ষা করা জরুরি। স্থানীয় প্রশাসন ও উদ্যোক্তারা চাইলে আবারো পাসার মালামকে পরিবারকেন্দ্রিক আনন্দঘন জায়গায় পরিণত করতে পারেন।

তথ্যসূত্র: দ্য সান, মালয়েশিয়া

Logo