Logo
×

Follow Us

এশিয়া

শ্রীলঙ্কা ভ্রমণে নতুন নিয়ম: এখন থেকে অনলাইন ইটিএ বাধ্যতামূলক

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৫ অক্টোবর ২০২৫, ০৭:৫৬

শ্রীলঙ্কা ভ্রমণে নতুন নিয়ম: এখন থেকে অনলাইন ইটিএ বাধ্যতামূলক

শ্রীলঙ্কা ভ্রমণে যেতে হলে এখন থেকে আগেই অনলাইনে ইলেকট্রনিক ট্রাভেল অথরাইজেশন (ETA) নিতে হবে। দেশটির অভিবাসন ও ভিসা বিভাগ ২০২৫ সালের নতুন নিয়ম অনুযায়ী ঘোষণা দিয়েছে, বিমানবন্দরে গিয়ে ইটিএ নেওয়ার সুযোগ আর থাকছে না। ফলে যাত্রার আগে অনলাইনে অনুমতি না নিলে প্রবেশে জটিলতা দেখা দিতে পারে।

আগে শ্রীলঙ্কায় পৌঁছে বিমানবন্দরে ইটিএ নেওয়ার সুযোগ থাকলেও এখন তা বাতিল করা হয়েছে। এখন থেকে সব পর্যটক, ব্যবসায়িক ভ্রমণকারী এবং ট্রানজিট যাত্রীদের ভ্রমণের আগে অনলাইনে ইটিএ নিতে হবে। এই নিয়ম ২০২৫ সালের সেপ্টেম্বর থেকে কার্যকর হয়েছে।

ইটিএ হলো শ্রীলঙ্কায় প্রবেশের জন্য একটি প্রাক-অনুমোদন, যা ভিসার বিকল্প হিসেবে কাজ করে। এটি সাধারণত ৩০ দিনের জন্য বৈধ এবং পর্যটন, ব্যবসা বা ট্রানজিট উদ্দেশ্যে ব্যবহার করা যায়। অনলাইনে আবেদন করে ইটিএ গ্রহণ করলে যাত্রীরা বিমানবন্দরে সময় ও ঝামেলা কমাতে পারেন।

ইটিএ নিতে হলে শ্রীলঙ্কা সরকারের অফিসিয়াল ইটিএ পোর্টালে গিয়ে আবেদন করতে হবে। আবেদনকারীদের পাসপোর্ট, যাত্রার তথ্য, ইমেইল ঠিকানা এবং অনলাইন পেমেন্টের মাধ্যমে নির্ধারিত ফি জমা দিতে হবে। আবেদন প্রক্রিয়া সাধারণত ২৪-৭২ ঘণ্টার মধ্যে সম্পন্ন হয়।

শ্রীলঙ্কা সরকার জানিয়েছে, অনলাইনে ইটিএ ছাড়া কেউ প্রবেশ করতে চাইলে তাকে ফেরত পাঠানো হতে পারে। তাই যাত্রার আগে ইটিএ গ্রহণ নিশ্চিত করতে হবে। বিশেষ করে বাংলাদেশ, ভারত, পাকিস্তানসহ দক্ষিণ এশিয়ার দেশগুলোর নাগরিকদের জন্য এই নিয়ম কঠোরভাবে প্রযোজ্য।

নতুন নিয়মের ফলে শ্রীলঙ্কায় পর্যটকদের আগমন আরো সুশৃঙ্খল ও নিরাপদ হবে বলে আশা করছে দেশটির সরকার। একই সঙ্গে অভিবাসন প্রক্রিয়া সহজ ও ডিজিটাল করার লক্ষ্যেও এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

এই পরিবর্তন ভ্রমণকারীদের জন্য গুরুত্বপূর্ণ বার্তা। শ্রীলঙ্কা যেতে চাইলে এখনই অনলাইনে ইটিএ নিতে হবে, নইলে যাত্রা বাধাগ্রস্ত হতে পারে।

তথ্যসূত্র: ট্রাভেলোবিজ

Logo