Logo
×

Follow Us

এশিয়া

ইন্দোনেশিয়ার বালিতে গেলে সব সময় সাথে রাখুন পাসপোর্ট ও ভিসা

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৮ আগস্ট ২০২৫, ২০:১৫

ইন্দোনেশিয়ার বালিতে গেলে সব সময় সাথে রাখুন পাসপোর্ট ও ভিসা

বালিতে বেড়াতে গেলে এখন থেকে হোটেলের বাইরে বেরোলেই বিদেশি পর্যটকদের বাধ্যতামূলকভাবে পাসপোর্ট ও ভিসা সঙ্গে রাখতে হবে- এমন নির্দেশিকা জারি করেছে ইন্দোনেশিয়ার অভিবাসন দপ্তর। অভিবাসন মন্ত্রী অ্যাগাস আন্দ্রেয়ান্তো জানিয়েছেন, ভিসা লঙ্ঘনের একাধিক ঘটনার পর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পর্যটকদের নিয়ম মানা নিশ্চিত করতে বালির ১৩টি জনপ্রিয় ট্যুরিস্ট স্পটে কড়া নজরদারি চালাবে ১০০ জন আধিকারিকের একটি প্যাট্রোলিং টাস্কফোর্স।

কাঙ্গু, সানুর, বেনোয়া ও নাসা দুয়াসহ ব্যস্ত এলাকাগুলোতে চলবে এই তল্লাশি। আধিকারিকরা দেহে ক্যামেরা লাগিয়ে নজরদারি গাড়ি নিয়ে পর্যটকদের পথ আটকে জিজ্ঞাসাবাদ করছেন- তারা কোন হোটেলে রয়েছেন, পাসপোর্ট ও ভিসা সঙ্গে আছে কিনা ইত্যাদি। অনেক পর্যটকই স্বীকার করেছেন, সেই মুহূর্তে তাদের কাছে পাসপোর্ট ছিল না। যদিও প্রথম দিন কাউকে জরিমানা করা হয়নি, সবাইকে সতর্ক করা হয়েছে।

ইন্দোনেশিয়ার অভিবাসন দপ্তর এক সোশ্যাল মিডিয়া পোস্টে জানিয়েছে, বিদেশি পর্যটকদের নিয়ম মানা নিশ্চিত করতেই এই তল্লাশি চালানো হচ্ছে। নিয়ম ভাঙলে ভবিষ্যতে কঠোর ব্যবস্থা নেওয়া হতে পারে বলেও ইঙ্গিত দেওয়া হয়েছে।

প্রসঙ্গত, ভারত থেকে প্রতি বছর কয়েক লক্ষ মানুষ বালিতে ছুটি কাটাতে যান। সরকারি তথ্য অনুযায়ী, ২০২৪ সালে প্রায় ৭ লক্ষ ভারতীয় পর্যটক বালিতে গিয়েছেন। সেখানে ৬০ দিনের ভিসার খরচ মাত্র আড়াই হাজার টাকা, রয়েছে ভিসা অন-অ্যারাইভালের সুবিধাও। সহজ ভিসা প্রক্রিয়া ও কম খরচের কারণে বালি ভারতীয় পর্যটকদের কাছে অত্যন্ত জনপ্রিয় গন্তব্য।

তবে নতুন নির্দেশিকার ফলে পর্যটকদের এখন আরো সতর্ক থাকতে হবে। হোটেল থেকে বাইরে বেরোনোর সময় পাসপোর্ট ও ভিসা সঙ্গে রাখা বাধ্যতামূলক, না হলে পড়তে হতে পারে আইনি জটিলতায়। তাই বালিতে ভ্রমণের সময় নিয়ম মেনে চলাই হবে বুদ্ধিমানের কাজ।

তথ্যসূত্র: দৈনিক এই সময়

Logo