Logo
×

Follow Us

এশিয়া

মালয়েশিয়ায় পর্যটকদের জন্য নতুন ‘মাই ট্যুরিস্ট পাস’ চালু

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৭ আগস্ট ২০২৫, ০৯:২৩

মালয়েশিয়ায় পর্যটকদের জন্য নতুন ‘মাই ট্যুরিস্ট পাস’ চালু

মালয়েশিয়া র‍্যাপিড কেএল ‘মাই রেপিড পাস’- এর নতুন সংস্করণ চালু করেছে, যার মূল্য শুরু হয়েছে মাত্র ১৫ রিংগিত থেকে। এই পাসের মাধ্যমে স্থানীয় ও আন্তর্জাতিক পর্যটকরা ক্ল্যাং ভ্যালি অঞ্চলে র‍্যাপিড কেএলের সম্পূর্ণ পরিবহন নেটওয়ার্কে আনলিমিটেড যাত্রা উপভোগ করতে পারবেন।

‘Rapid KL Denyut Nadi Merdeka’ ক্যাম্পেইনের অংশ হিসেবে চালু হওয়া এই অফারটি মালয়েশিয়ার জাতীয় মাস উদযাপন উপলক্ষে পর্যটকদের জন্য বিশেষ সুবিধা নিয়ে এসেছে। নতুন রেট অনুযায়ী, মালয়েশিয়ান নাগরিকরা এক দিনের পাস পাবেন ১৫ রিংগিতে (আগে ছিল ২০ রিংগিত), দুই দিনের পাস ২০ রিংগিত (আগে ছিল ৩০ রিংগিত) এবং তিন দিনের পাস ২৫ রিংগিত (আগে ছিল ৪০ রিংগিত)। আন্তর্জাতিক পর্যটকদের জন্য একই পাসের মূল্য যথাক্রমে ৩৫, ৫০ ও ৬৫ রিংগিত, যা আগের তুলনায় কম।

এই পাসের আওতায় র‍্যাপিড কেএল ট্রেন, সানওয়ে বিআরটি, র‍্যাপিড কেএল বাস, এমআরটি ফিডার বাস এবং অন-ডিমান্ড সার্ভিস অন্তর্ভুক্ত রয়েছে। যাত্রার সুবিধার পাশাপাশি মাই ট্যুরিস্ট পাস ব্যবহারকারীরা সাত দিনব্যাপী ৪০টিরও বেশি অংশীদার প্রতিষ্ঠানের বিশেষ ছাড় পাবেন, যার মধ্যে রয়েছে পর্যটন কেন্দ্র, শপিং মল, রেস্টুরেন্ট ও ক্যাফে। মোট ছাড়ের পরিমাণ ৮০০ রিংগিত পর্যন্ত হতে পারে।

প্রাসারানা মালয়েশিয়া বিহাডের গ্রুপ মার্কেটিং ও স্টেকহোল্ডার এক্সপেরিয়েন্স বিভাগের ভারপ্রাপ্ত প্রধান আশোক পঞ্চালিংগম বলেন, “আজকের পর্যটকরা শুধু যাত্রা নয়, অভিজ্ঞতা চান। এই পাসে রয়েছে যাত্রার স্বাধীনতা ও এক্সক্লুসিভ অফারের সমন্বয়”।

মালয়েশিয়া ডে উপলক্ষে দীর্ঘ ছুটির সময়কে কেন্দ্র করে এই পাস পর্যটকদের জন্য রাজধানী ঘুরে দেখার একটি কার্যকর ও সাশ্রয়ী উপায় হিসেবে বিবেচিত হচ্ছে।

‘মাই ট্যুরিস্ট পাস’ পাওয়া যাবে র‍্যাপিড কেএলের কাস্টমার সার্ভিস কাউন্টার, ‘মাই রেপিড পাস’ অ্যাপ এবং ‘মাই রেপিড শপ’ ওয়েবসাইটে। বিস্তারিত জানতে কল করুন ০৩-৭৮৮৫ ২৫৮৫ অথবা ভিজিট করুন www.myrapid.com.my ।

তথ্যসূত্র: দ্য স্টার

Logo