Logo
×

Follow Us

এশিয়া

মালয়েশিয়ায় জনপ্রিয় হচ্ছে ইসলামিক পর্যটন

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৬ আগস্ট ২০২৫, ০৯:৫৫

মালয়েশিয়ায় জনপ্রিয় হচ্ছে ইসলামিক পর্যটন

মালয়েশিয়ায় মুসলিমবান্ধব পর্যটন খাতে উল্লেখযোগ্য অগ্রগতি লক্ষ্য করা যাচ্ছে। চলতি বছরের ইসলামিক ট্যুরিজম মান্থ (ITM) উপলক্ষে দেশজুড়ে শুরু হয়েছে নানা আয়োজন, যা স্থানীয় ও আন্তর্জাতিক পর্যটকদের জন্য মুসলিমবান্ধব অভিজ্ঞতা নিশ্চিত করছে। ইসলামিক ট্যুরিজম সেন্টার (ITC) আয়োজিত এই কর্মসূচি সেপ্টেম্বরের ৩০ তারিখ পর্যন্ত চলবে।

‘Muslim-Friendly Tourism and Hospitality’ থিমে আয়োজিত ITM-এর মাধ্যমে মালয়েশিয়া আবারো প্রমাণ করেছে যে, এটি মুসলিম পর্যটকদের জন্য বিশ্বের শীর্ষ গন্তব্য। Global Muslim Travel Index (GMTI)-এর তালিকায় মালয়েশিয়া টানা ১০ বছর ধরে শীর্ষে রয়েছে। এবারের ক্যাম্পেইনে আটটি বিভাগ অন্তর্ভুক্ত করা হয়েছে- মসজিদ ওপেন ডে, আবাসন, ভ্রমণ প্যাকেজ, স্পা ও ওয়েলনেস, খাদ্য ও পানীয়, প্রদর্শনী, কেনাকাটা এবং থিম পার্ক।

সবচেয়ে আলোচিত আয়োজন ‘মসজিদ ওপেন ডে’, যেখানে দেশজুড়ে নির্বাচিত মসজিদগুলোতে ট্যুর, প্রদর্শনী ও কমিউনিটি কার্যক্রমের মাধ্যমে ধর্মীয় ও সাংস্কৃতিক বিনিময় ঘটানো হচ্ছে। এছাড়া রয়েছে ITM TikTok Challenge, যেখানে অংশগ্রহণকারীরা মুসলিমবান্ধব গন্তব্যে তাদের অভিজ্ঞতা শেয়ার করে পুরস্কার জেতার সুযোগ পাচ্ছেন।

ITC-এর ভারপ্রাপ্ত মহাপরিচালক নুর আলিসা কোরালিন ইউসিন বলেন, “আমরা ব্যবসায়ীদের এই উদ্যোগে অংশ নিতে আহ্বান জানাচ্ছি। ITM 2025-এর সঙ্গে যুক্ত হলে তারা একটি শক্তিশালী ব্র্যান্ডিং প্ল্যাটফর্ম, দ্রুত সম্প্রসারিত মুসলিম পর্যটক বাজার এবং Visit Malaysia 2026-এর প্রস্তুতিতে অংশ নিতে পারবেন”।

এদিকে, হংকং ট্যুরিজম বোর্ড ও Klook-এর যৌথ উদ্যোগে ‘Jelajah Hong Kong’ নামে একটি ক্যাম্পেইন চালু হয়েছে, যা শহরটিকে মুসলিমবান্ধব গন্তব্য হিসেবে তুলে ধরছে। মুসলিম পর্যটকদের জন্য হংকংয়ে প্রার্থনাবান্ধব ট্যুর, হালাল খাবার এবং সাংস্কৃতিক আকর্ষণ সহজলভ্য করা হয়েছে। Klook-এর CrescentRating ও HalalTrip-এর সঙ্গে অংশীদারিত্বের ফলে এটি প্রথম গ্লোবাল প্ল্যাটফর্ম হিসেবে মুসলিমবান্ধব রেটিং চালু করেছে।

২০২৫ সালের Halal In Travel Awards-এ হংকংকে ‘Most Promising Muslim-friendly Destination’ হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে। GMTI অনুযায়ী, ২০২৪ সালে শহরটিতে ১৭৬ মিলিয়ন মুসলিম পর্যটক এসেছেন, যা ২০৩০ সালের মধ্যে ২৪৫ মিলিয়নে পৌঁছাতে পারে।

তথ্যসূত্র: এশিয়ান নিউজ নেটওয়ার্ক

Logo