Logo
×

Follow Us

এশিয়া

মালয়েশিয়ায় শিক্ষা পর্যটনের উত্থান

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৬ আগস্ট ২০২৫, ০৯:৫৪

মালয়েশিয়ায় শিক্ষা পর্যটনের উত্থান

গত দুই বছরে মালয়েশিয়ায় আন্তর্জাতিক শিক্ষার্থীদের আবেদন উল্লেখযোগ্যভাবে বেড়েছে। এডুকেশন মালয়েশিয়া গ্লোবাল সার্ভিস (EMGS)-এর তথ্য অনুযায়ী, এই সময়কালে আবেদন বৃদ্ধির হার ২৬%। এই প্রবণতা মালয়েশিয়াকে দক্ষিণ-পূর্ব এশিয়ার অন্যতম শিক্ষা গন্তব্য হিসেবে প্রতিষ্ঠিত করছে, যেখানে নীতিগত সংস্কার, বিশ্ববিদ্যালয় র‍্যাঙ্কিংয়ের উন্নতি এবং পোস্ট-স্টাডি কর্মসংস্থানের সুযোগ শিক্ষার্থীদের আকৃষ্ট করছে।

২০২৫ সালের দ্বিতীয় প্রান্তিকে মালয়েশিয়া পেয়েছে ১২ হাজার ৪৬৯টি আবেদন পূর্ব এশিয়া থেকে, ৮ হাজার ৪৬টি দক্ষিণ এশিয়া থেকে এবং ৪ হাজার ৯৯০টি মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকা থেকে। আবেদনকারীদের মধ্যে চীন শীর্ষে (১০,৯৪৭), এরপর বাংলাদেশ (৪,১৫৯), ইন্দোনেশিয়া (২,১৯৪), পাকিস্তান (১,৪১২) এবং ভারত (১,৩৮৮)।

বিশ্ববিদ্যালয় র‍্যাঙ্কিংয়ে মালয়েশিয়ার অগ্রগতি এই বৃদ্ধির অন্যতম চালিকাশক্তি। কিউএস ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র‍্যাঙ্কিং ২০২৬-এ মালয়েশিয়ার ৩২টি বিশ্ববিদ্যালয় দক্ষিণ-পূর্ব এশিয়ার সেরা তালিকায় রয়েছে। সানওয়ে ইউনিভার্সিটি ১২০ ধাপ এগিয়ে ৪১০তম স্থানে উঠে এসেছে, যা তাকে “মোস্ট ইম্প্রোভড ইউনিভার্সিটি” হিসেবে স্বীকৃতি দিয়েছে। টাইমস হায়ার এডুকেশন র‍্যাঙ্কিং ২০২৫-এ মালয়েশিয়ার সাতটি বিশ্ববিদ্যালয় বিশ্বের শীর্ষ ৫০০-এ জায়গা করে নিয়েছে।

২০২৩ সালের ডিসেম্বরে চালু হওয়া “গ্র্যাজুয়েট পাস” কর্মসূচি আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য এক বছর মেয়াদি পোস্ট-স্টাডি ভিসা প্রদান করছে, যা কোনো নিয়োগকর্তার স্পন্সর ছাড়াই কার্যকর। ৩২টি দেশের শিক্ষার্থীরা এই সুবিধা পাচ্ছেন, যা মালয়েশিয়ার কর্মসংস্থান বাজারে দক্ষ জনশক্তি যোগ করতে সহায়ক।

এই শিক্ষার্থী প্রবাহ মালয়েশিয়ার পর্যটন ও স্থানীয় অর্থনীতিতেও ইতিবাচক প্রভাব ফেলছে। ২০২৫ সালে দেশটিতে ১ কোটি আন্তর্জাতিক পর্যটক এসেছে, যার একটি বড় অংশ শিক্ষার্থী ও তাদের পরিবার। আবাসন, পরিবহন ও সাংস্কৃতিক অভিজ্ঞতার চাহিদা বেড়েছে, যা স্থানীয় ব্যবসা ও অর্থনীতিকে চাঙ্গা করছে।

মালয়েশিয়া ২০২৫ সালের মধ্যে ২.৫ লাখ আন্তর্জাতিক শিক্ষার্থী আকর্ষণের লক্ষ্য নিয়েছে। উচ্চমানের শিক্ষা, উন্নত র‍্যাঙ্কিং কর্মসংস্থানের সুযোগ এবং সমৃদ্ধ সংস্কৃতির সমন্বয়ে দেশটি একটি পূর্ণাঙ্গ শিক্ষা পর্যটন কেন্দ্র হিসেবে আত্মপ্রকাশ করছে।

তথ্যসূত্র: ট্যুর অ্যান্ড ট্রাভেল ওয়ার্ল্ড

Logo