Logo
×

Follow Us

এশিয়া

থাইল্যান্ডে বিদেশি পর্যটকদের জন্য ২ লাখ ফ্রি বিমান টিকিট

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২১ আগস্ট ২০২৫, ১১:০২

থাইল্যান্ডে বিদেশি পর্যটকদের জন্য ২ লাখ ফ্রি বিমান টিকিট

থাইল্যান্ডের পর্যটন ও ক্রীড়া মন্ত্রণালয় ২০২৫ সালের সেপ্টেম্বর থেকে নভেম্বর পর্যন্ত আন্তর্জাতিক পর্যটকদের জন্য ২ লাখ ফ্রি অভ্যন্তরীণ ফ্লাইট টিকিট দেওয়ার পরিকল্পনা করেছে। “Buy International, Free Thailand Domestic Flights” নামের এই ক্যাম্পেইনের লক্ষ্য- বিদেশি পর্যটকদের বড় শহরের বাইরের গন্তব্যে ভ্রমণে উৎসাহিত করা।

এই অফার শুধু তাদের জন্য, যারা এখনো থাইল্যান্ডে যাওয়ার আন্তর্জাতিক ফ্লাইট বুক করেননি। যোগ্যতা অনুযায়ী:

- আবেদনকারীকে থাই নাগরিক হওয়া যাবে না

- আন্তর্জাতিক ফ্লাইট বুক করতে হবে সরাসরি এয়ারলাইন বা অনলাইন ট্রাভেল এজেন্সির মাধ্যমে

- বুকিং করতে হবে নির্ধারিত প্রচারণা সময়ের মধ্যে

- যারা যোগ্য, তারা পাবেন একবারের জন্য ফ্রি রাউন্ড-ট্রিপ অভ্যন্তরীণ ফ্লাইট, সঙ্গে ২০ কেজি ব্যাগেজ সুবিধা।

এই অফারে অংশ নিচ্ছে থাইল্যান্ডের ছয়টি এয়ারলাইন: Thai Airways, Thai AirAsia, Bangkok Airways, Nok Air, Thai Lion Air এবং Thai Vietjet। সরকার প্রতিটি রাউন্ড-ট্রিপ টিকিটের জন্য ৩,৫০০ বাথ (এক-ওয়ে হলে ১,৭৫০ বাথ) খরচ বহন করবে।

৭০০ মিলিয়ন বাথ বাজেটের এই ক্যাম্পেইনের মাধ্যমে সরকার ৮.৮ বিলিয়ন বাথ পর্যটন আয় আশা করছে। জাপানের সফল অভ্যন্তরীণ ভ্রমণ ক্যাম্পেইন দেখে অনুপ্রাণিত হয়ে থাইল্যান্ড এই উদ্যোগ নিয়েছে।

বিশেষজ্ঞরা বলছেন, এই অফার ভালো হলেও সঠিক মার্কেটিং জরুরি। যেমন বুরি রামে স্পোর্টস ট্যুরিজম, উবন রাতচাথানিতে মেকং নদীর সৌন্দর্য, উত্তরে প্রকৃতিপ্রেমীদের জন্য পাহাড়ি ভ্রমণ এবং দক্ষিণে স্ক্যান্ডিনেভিয়ান পর্যটকদের জন্য সৈকতভিত্তিক প্যাকেজ তৈরি করা যেতে পারে।

থাইল্যান্ড-কম্বোডিয়া সীমান্তে কিছু উত্তেজনা থাকায় পর্যটকদের নিরাপদ ভ্রমণ অঞ্চল সম্পর্কে পরিষ্কার তথ্য দেওয়ার আহ্বান জানিয়েছেন পর্যটন বিশ্লেষকরা।

থাইল্যান্ডে সপরিবারে ভ্রমণের জন্য এটি একটি দুর্দান্ত সুযোগ। ফ্রি ফ্লাইট, নতুন গন্তব্য, আরামদায়ক যাত্রা; সব মিলিয়ে এই ক্যাম্পেইন পর্যটকদের জন্য এক নতুন অভিজ্ঞতা হতে চলেছে।

তথ্যসূত্র: ব্যাংকক পোস্ট

Logo