
শ্রীলঙ্কায় ভ্রমণ করতে আসা পর্যটকদের জন্য আগস্ট ২০২৫ থেকে চালু হয়েছে এক নতুন সুবিধা- বিমানবন্দরেই মিলছে এক মাসের অস্থায়ী ড্রাইভিং লাইসেন্স। আগে যেখানে কলম্বোর মোটর ট্রাফিক অফিসে গিয়ে লাইসেন্স নিতে হতো, এখন তা পাওয়া যাচ্ছে সরাসরি বন্দরনায়েকে আন্তর্জাতিক বিমানবন্দরে (BIA)।
এই নতুন ব্যবস্থায় বিদেশি পর্যটক এবং প্রবাসী শ্রীলঙ্কান নাগরিকরা বিমানবন্দরে পৌঁছেই লাইসেন্সের জন্য আবেদন করতে পারবেন। লাইসেন্সটি ৩০ দিনের জন্য বৈধ এবং তাৎক্ষণিকভাবে কার্যকর হয়। ফলে যারা রেন্টাল গাড়ি নিয়ে সৈকত, পাহাড় বা গ্রামীণ পথে ঘুরতে চান, তাদের জন্য এটি একটি বড় সুবিধা।
তবে এই লাইসেন্স দিয়ে ভারী যানবাহন যেমন বাস বা ট্রাক চালানো যাবে না। জনপ্রিয় হলেও তিন চাকার টুকটুক চালানোও নিষিদ্ধ, কারণ এগুলো স্থানীয় আইনে বাণিজ্যিক যান হিসেবে বিবেচিত।
লাইসেন্স পেতে হলে যাত্রীর কাছে থাকতে হবে একটি বৈধ বিদেশি ড্রাইভিং লাইসেন্স (যার মেয়াদ শেষ হয়নি), পাসপোর্ট এবং আগমনের সিল। শিক্ষানবিশ বা অস্থায়ী লাইসেন্স গ্রহণযোগ্য নয়। ইংরেজি ভাষায় লাইসেন্স থাকলে আন্তর্জাতিক ড্রাইভিং পারমিট (IDP) বাধ্যতামূলক নয়, তবে থাকলে প্রক্রিয়া আরো সহজ হয়।
বিমানবন্দরের আগমনী এলাকায় মোটর ট্রাফিক বিভাগের কাউন্টারে গিয়ে প্রয়োজনীয় কাগজপত্র দেখিয়ে লাইসেন্স সংগ্রহ করা যাবে। এর জন্য একটি নামমাত্র ফি দিতে হবে, যা আনুমানিক ২ হাজার থেকে ৫ হাজার শ্রীলঙ্কান রুপি (প্রায় ৬-১৫ মার্কিন ডলার)। যাত্রীরা চাইলে এক মাসের বেশি মেয়াদের লাইসেন্সও নিতে পারেন। প্রতি মাসে ফি বাড়বে ২ হাজার রুপি করে। যেমন দুই মাসের জন্য ৪ হাজার, তিন মাসের জন্য ৬ হাজার রুপি ইত্যাদি।
এই উদ্যোগ শ্রীলঙ্কার পর্যটন খাতকে আরো গতিশীল করবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। দেশটির প্রাকৃতিক সৌন্দর্য, পাহাড়ি পথ ও সমুদ্র তীরবর্তী অঞ্চল ঘুরে দেখতে সড়কপথে ভ্রমণই সবচেয়ে সুবিধাজনক। নতুন এই ব্যবস্থা পর্যটকদের জন্য ভ্রমণকে আরো সহজ, দ্রুত ও আনন্দদায়ক করে তুলবে।
তথ্যসূত্র: ট্রাভেলোবিজ