Logo
×

Follow Us

এশিয়া

থাইল্যান্ডে ‘উইড ট্যুরিজম’ বন্ধ, কঠোর নিয়ম চালু

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০২ জুলাই ২০২৫, ০৯:২৮

থাইল্যান্ডে ‘উইড ট্যুরিজম’ বন্ধ, কঠোর নিয়ম চালু

তিন বছর আগে বিনোদনের উদ্দেশ্যে গাঁজা ব্যবহার বৈধ করে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছিল থাইল্যান্ড। দেশটি হয়ে উঠেছিল এশিয়ার প্রথম গাঁজা-উন্মুক্ত দেশ। কাও সান রোড, পাতায়া কিংবা ফুকেট, দেশের জনপ্রিয় পর্যটন এলাকাগুলোয় রাতভর গাঁজার ধোঁয়া আর উন্মাদনা ছিল নিত্যদিনের চিত্র। তবে সেই চিত্র এখন পাল্টাতে চলেছে।

সরকারি ঘোষণা অনুযায়ী, ১ জুলাই থেকে থাইল্যান্ডে বিনোদনের জন্য গাঁজা ব্যবহারে কঠোর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। এখন থেকে গাঁজা ব্যবহারের জন্য চিকিৎসকের প্রেসক্রিপশন বাধ্যতামূলক।

ফিরছে নিয়ন্ত্রণ

থাইল্যান্ডের স্বাস্থ্যমন্ত্রী সোমসাক থেপসুতিন জানিয়েছেন, ‘গাঁজা এখন শুধু চিকিৎসাজনিত ব্যবহারের জন্য অনুমোদিত। বিনোদনের জন্য নয়।’

এর আগে ২০২২ সালে দেশটি গাঁজার ব্যবহারকে ‘ডিক্রিমিনালাইজ’ করেছিল। অর্থাৎ আর অপরাধ হিসেবে গণ্য করত না। সে সময় সারাদেশে ১৮ হাজারের বেশি গাঁজা বিক্রির দোকান খুলে যায়। অনেক দোকান মূলত বিদেশি পর্যটকদের লক্ষ্য করেই চালু হয়েছিল।

কিন্তু সরকারি ভাষ্য অনুযায়ী, গাঁজা নিয়ে এই অতিরিক্ত উদ্দীপনা এখন জনস্বাস্থ্যের জন্য হুমকির কারণ হয়ে দাঁড়িয়েছে। তাই সরকার আবারো নিয়ন্ত্রণ আরোপ করতে বাধ্য হয়েছে।

কী আছে নতুন নিয়মে?

চিকিৎসকের প্রেসক্রিপশন লাগবে: থাই নাগরিক বা বিদেশি পর্যটক, দুজনেরই গাঁজা কিনতে হলে থাইল্যান্ড বা নিজ দেশের চিকিৎসকের প্রেসক্রিপশন লাগবে। যেমন কেমোথেরাপির পার্শ্বপ্রতিক্রিয়া, মৃগী বা দীর্ঘমেয়াদি ব্যথার মতো নির্দিষ্ট অবস্থাতেই অনুমতি মিলবে।

দোকানগুলো পর্যবেক্ষণ: লাইসেন্সপ্রাপ্ত দোকান কেবল প্রেসক্রিপশনধারীদের গাঁজা বিক্রি করতে পারবে। সব বিক্রির হিসাব রাখতে হবে, নিয়মিত সরকারি তদারকির মুখোমুখি হতে হবে।

বিরোধিতা করলে শাস্তি: নতুন নিয়ম না মানলে এক বছর পর্যন্ত কারাদণ্ড বা ২০ হাজার বাথ (প্রায় সাড়ে ৭৫ হাজার টাকা) জরিমানা হতে পারে।

বিজ্ঞাপন পুরোপুরি নিষিদ্ধ: রাস্তার মোড়ে গাঁজার পাতা আকৃতির ইনফ্ল্যাটেবল, নীল-সবুজ আলোর সাইনবোর্ড আর দেখা যাবে না। দোকানগুলো আর গাঁজা নিয়ে কোনো রকমের প্রচার চালাতে পারবে না।

অনলাইন বিক্রিও বন্ধ: গাঁজা এখন থেকে অনলাইন বা ভেন্ডিং মেশিনের মাধ্যমে বিক্রি করা যাবে না।

পর্যটকদের কী হবে?

গাঁজা কিনতে চাইলে পর্যটকদের এখন চিকিৎসক দেখিয়ে প্রমাণ দিতে হবে। বিনোদনের উদ্দেশ্যে ব্যবহার করলেই ধরা পড়তে পারেন আইন ভাঙার অভিযোগে। ফলে অনেকের জন্য থাইল্যান্ডের ‘উইড ট্যুরিজম’ এখন অতীত।

তথ্যসূত্র: ইনডিপেনডেন্ট টেলিভিশন

Logo