Logo
×

Follow Us

ইউরোপ

জার্মানিতে ড্রাইভিং পেশায় ব্যাপক চাহিদা

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৭ ডিসেম্বর ২০২৫, ০৯:৩৮

জার্মানিতে ড্রাইভিং পেশায় ব্যাপক চাহিদা

জার্মানির পরিবহন খাত ইউরোপের সবচেয়ে গুরুত্বপূর্ণ সেক্টরগুলোর একটি। দেশের আধুনিক অবকাঠামো এবং ভৌগোলিক অবস্থানের কারণে প্রতিদিন কয়েক হাজার পরিবহন সেবা পরিচালিত হয়। অর্থনীতিকে সচল রাখতে পণ্য ও যাত্রী দুই ক্ষেত্রেই দক্ষ জনবলের ওপর নির্ভরতা বাড়ছে।

বর্তমানে ভারী পণ্য পরিবহনে সবচেয়ে বেশি ব্যবহার হয় ট্রাক বা এইচজিভি। এরপর রয়েছে রেলপথ, সমুদ্র পরিবহন এবং অভ্যন্তরীণ নৌপথ। জার্মানির লজিস্টিকস শিল্পে কেবল ড্রাইভারদেরই নয়, সব পরিবহন রুটে দক্ষ কর্মীর চাহিদা অব্যাহতভাবে বাড়ছে।

যাত্রী পরিবহনও সমান গুরুত্বপূর্ণ। তথ্য বলছে, জার্মানিতে স্থানীয় গণপরিবহনে যাত্রী সংখ্যা বর্তমানে সর্বোচ্চ পর্যায়ে। দেশটির কার্বনমুক্ত পরিবহন ব্যবস্থায় রূপান্তরের লক্ষ্য অনুযায়ী, ২০৩০ সালের মধ্যে বাস-ট্রেন ব্যবহারের হার এক-তৃতীয়াংশ বাড়বে। এই কারণে গণপরিবহন পরিচালনায়ও প্রয়োজন হবে আরো বেশি প্রশিক্ষিত কর্মী।

২০২১ সালে জার্মানিতে পেশাদার ড্রাইভার হিসেবে কাজ করেছেন প্রায় ৪ লাখ ৮০ হাজার মানুষ। ট্রেন ড্রাইভার ছিলেন ৪১ হাজারের বেশি। প্রতিদিন প্রায় ১ কোটি ৭০ লাখ গাড়ি ভ্রমণ কমিয়ে বাস-ট্রেন সেবা যাত্রী বহন করছে।

শ্রমবাজারে সবচেয়ে বেশি চাহিদা পেশাদার ড্রাইভারদেরই। শুধু ২০২৩ সালেই ঘাটতি ছিল ৭০ হাজারের বেশি। নতুন পদ খালি হচ্ছে প্রতি বছর। আধুনিক যানবাহন, নিয়মিত প্রশিক্ষণ এবং বহুভাষিক কর্মপরিবেশ; সব মিলিয়ে এই পেশায় দীর্ঘমেয়াদি ক্যারিয়ার গড়ার সুযোগ আছে। এখনকার কর্মীদের প্রায় ৩৯ শতাংশই বিদেশি নাগরিক।

তবে জার্মানিতে পেশাদার ড্রাইভার হিসেবে কাজ করতে হলে প্রয়োজন ইউরোপীয় ইউনিয়ন বা ইইএর নির্দিষ্ট ক্যাটাগরির ড্রাইভিং লাইসেন্স এবং সংশ্লিষ্ট প্রাথমিক যোগ্যতা। যাদের এসব নেই, তারা বিশেষ আইনি বিধানের আওতায় জার্মানিতে এসে লাইসেন্স ও প্রশিক্ষণ নিতে পারেন। কিছু দেশের ক্ষেত্রে বিদেশি লাইসেন্স বিনিময়ের সহজ নিয়মও রয়েছে।

রেল খাতেও দক্ষ ট্রেন ড্রাইভারের চাহিদা ক্রমেই বাড়ছে। মালামাল পরিবহন এবং গণপরিবহনের টেকসই বিকল্প হিসেবে রেলওয়ার্কের গুরুত্ব আরো বাড়বে ভবিষ্যতে। ডিজিটালাইজেশন ও অটোমেশনের কারণে এই পেশায় নতুন দক্ষতার প্রয়োজন হবে।

গণপরিবহনে বাস, আন্ডারগ্রাউন্ড ট্রেন বা ট্রাম চালকের জন্যও জার্মানিতে জরুরি ভিত্তিতে নিয়োগ চলছে। পাশাপাশি অভ্যন্তরীণ নৌপথ ও সমুদ্র পরিবহনে দক্ষ জনবলের প্রয়োজন বাড়ছে। কারণ, একটি নৌ–যান বহু সংখ্যক ট্রাকের সমপরিমাণ পণ্য বহন করতে পারে, যা পরিবহন খাতকে পরিবেশবান্ধব করে তুলছে।

ইইউ দেশ ছাড়া অন্য দেশের নাগরিকদের জার্মানিতে কাজ করতে হলে ভিসা প্রয়োজন। প্রশিক্ষিত কর্মীদের জন্য রয়েছে বিশেষ ওয়ার্ক ভিসা এবং “জব সার্চ অপরচুনিটি কার্ড” ব্যবস্থা। বেশির ভাগ ক্ষেত্রেই বিদেশি যোগ্যতা জার্মান কর্তৃপক্ষের স্বীকৃত হওয়া জরুরি।

পণ্য পরিবহন, রেল, গণপরিবহন বা নৌপরিবহন; সব ক্ষেত্রেই দক্ষ কর্মীর অভাব স্পষ্ট। আর তাই, জার্মানিতে পরিবহন পেশায় কাজের সুযোগ এখন আগের যে কোনো সময়ের তুলনায় বেশি।

Logo