Logo
×

Follow Us

ইউরোপ

জার্মানিতে চাহিদা বাড়ছে দক্ষ ড্রাইভারের

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৩ অক্টোবর ২০২৫, ০৮:১১

জার্মানিতে চাহিদা বাড়ছে দক্ষ ড্রাইভারের

জার্মানিতে পরিবহন ও লজিস্টিক খাতে দক্ষ কর্মীর চাহিদা দিন দিন বাড়ছে। দেশটির অর্থনীতি ও শিল্প খাতের বিকাশের সঙ্গে সঙ্গে এই খাতে কর্মসংস্থানের সুযোগও ব্যাপকভাবে প্রসারিত হচ্ছে। ‘Make it in Germany’ প্ল্যাটফর্মে প্রকাশিত তথ্য অনুযায়ী, পরিবহন খাতে কাজ করতে আগ্রহীদের জন্য এখনই উপযুক্ত সময়।

জার্মানির রেল, সড়ক, বিমান ও নৌপরিবহন খাতে দক্ষ চালক, পরিকল্পনাবিদ, লজিস্টিক অপারেটর, ট্রাফিক কন্ট্রোলার, ওয়্যারহাউস ম্যানেজার এবং টেকনিক্যাল স্টাফের চাহিদা রয়েছে। বিশেষ করে ট্রাক ও বাসচালক, রেল অপারেটর এবং মালবাহী পরিবহন ব্যবস্থাপনায় অভিজ্ঞদের জন্য রয়েছে স্থায়ী চাকরির সুযোগ।

জার্মানির অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক বাণিজ্য বৃদ্ধির ফলে পণ্য পরিবহন ও যাত্রীসেবায় দক্ষ জনবল প্রয়োজন। পাশাপাশি পরিবহন খাতে কর্মরত অনেকেই অবসরে যাচ্ছেন, ফলে নতুন কর্মীর প্রয়োজনীয়তা আরো বেড়েছে।

যারা পরিবহন খাতে কাজের অভিজ্ঞতা বা প্রশিক্ষণ নিয়েছেন, যেমন- চালক, লজিস্টিক কর্মী, ট্রাফিক পরিকল্পনাবিদ, তাদের জন্য জার্মানিতে চাকরি পাওয়ার সম্ভাবনা বেশি। ইইউর বাইরের দেশ থেকেও দক্ষ কর্মীরা আবেদন করতে পারেন।

যোগ্যতা ও শর্ত:

- প্রাসঙ্গিক প্রশিক্ষণ বা অভিজ্ঞতা থাকতে হবে

- জার্মান ভাষার মৌলিক দক্ষতা থাকা প্রয়োজন

- বৈধ ভিসা ও কাজের অনুমতিপত্র থাকতে হবে

- নিয়োগকর্তার চাহিদা অনুযায়ী শিফট ও সময় মেনে কাজ করতে হবে

'Make it in Germany’ ওয়েবসাইটে চাকরির তালিকা, আবেদন পদ্ধতি ও ভিসা-সংক্রান্ত তথ্য পাওয়া যাবে। আবেদনকারীদের জীবনবৃত্তান্ত, প্রশিক্ষণের সনদ, অভিজ্ঞতার বিবরণ এবং ভাষা দক্ষতার প্রমাণপত্র জমা দিতে হবে।

বিশেষজ্ঞরা বলছেন, পরিবহন খাতে কাজ করতে আগ্রহী বাংলাদেশি তরুণদের জন্য এটি একটি বড় সুযোগ। দক্ষতা ও ভাষা শেখার মাধ্যমে জার্মানিতে স্থায়ী চাকরি ও বসবাসের পথ খুলে যেতে পারে। এখনই প্রস্তুতি নিয়ে আবেদন শুরু করাই হবে বুদ্ধিমানের কাজ।

তথ্যসূত্র: মেইক ইট ইন জার্মানি

Logo