
বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেডে (বোয়েসেল) আসছে বিদেশে চাকরির নানা খোঁজ-খবর। সরকারিভাবে কম টাকায় চাকরি নিয়ে বিদেশে যাওয়ার বিশ্বস্ত মাধ্যম হলো বোয়েসেল।
বোয়েসেলের অনলাইন পোর্টালের মাধ্যমে মাত্র সাতটি সহজ ধাপেই করা যায় বিদেশে চাকরির আবেদন।
প্রথমে ওয়েবসাইটে গিয়ে রেজিস্ট্রেশন বাটনে ক্লিক করে পূর্ণ নাম, মোবাইল নম্বর ও পাসওয়ার্ড দিয়ে রেজিস্ট্রেশন করতে হবে। এসব পূরণ করতে হবে পাসপোর্ট অনুযায়ী।
তারপর মোবাইলে আসা ওটিপি দিয়ে প্রোফাইল ভেরিফাই করে গো টু অ্যাকাউন্ট অপশনে যেতে হবে।
এরপর লগইন করে প্রোফাইলে পিতা-মাতার নাম, জন্ম তারিখ, পাসপোর্ট বিবরণ, বৈবাহিক অবস্থা, ঠিকানা, শিক্ষা, অভিজ্ঞতা, সিভি ও ছবি সবকিছু নির্ভুলভাবে লিখতে হবে।
স্মার্ট অ্যাপ্লাইনিং অপশনে যোগ্যতা মিলিয়ে চাকরি বেছে আবেদন জমা দিতে হবে।
সবকিছু সম্পূর্ণ করে বিকাশ, নগদ বা অনলাইন ব্যাংকিংয়ে ফি পরিশোধ করলে সিভি ও ইনভয়েস অনলাইনের মাধ্যমেই পাওয়া যায়, যা প্রিন্ট করে বোয়েসেলের ইন্টারভিউতে অংশ নিতে পারবেন আগ্রহীরা।
বোয়েসেল জানাচ্ছে, এই প্রক্রিয়া সম্পন্ন করে লক্ষ লক্ষ যুবক-যুবতীকে বিদেশে চাকরির সুযোগ নিচ্ছে তারা।