কানাডায় আন্তর্জাতিক শিক্ষার্থী কমেছে ৭০ শতাংশ

অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৫ সেপ্টেম্বর ২০২৫, ১০:৩৯

কানাডায় চলতি বছরে আন্তর্জাতিক শিক্ষার্থীদের আগমন উল্লেখযোগ্যভাবে কমেছে। ইমিগ্রেশন, রিফিউজি অ্যান্ড সিটিজেনশিপ কানাডা (আইআরসিসি) জানিয়েছে, ২০২৫ সালের জানুয়ারি থেকে জুন পর্যন্ত মাত্র ৩৬ হাজার ৪১৭টি স্টাডি পারমিট ইস্যু করা হয়েছে, যেখানে ২০২৪ সালের একই সময়ে এই সংখ্যা ছিল ১ লাখ ২৫ হাজার ৩৪। অর্থাৎ, এক বছরে শিক্ষার্থী কমেছে প্রায় ৮৮ হাজার ৬১৭ জন, হ্রাসের হার প্রায় ৭০ শতাংশ।
২০২৫ সালের মার্চ মাসে সবচেয়ে কম সংখ্যক স্টাডি পারমিট দেওয়া হয়েছে; মাত্র ৩ হাজার ৮১৯টি, যেখানে ২০২৪ সালের মার্চে দেওয়া হয়েছিল ১৬ হাজার ৮৭৫টি। আইআরসিসি জানিয়েছে, তারা আন্তর্জাতিক শিক্ষার্থীর সংখ্যা ‘টেকসই পর্যায়ে’ নামিয়ে আনার লক্ষ্য নিয়ে কাজ করছে।
এই হ্রাসের ফলে কানাডার শিক্ষা খাত বড় ধাক্কা খেয়েছে। শিক্ষার্থী কমে যাওয়ায় বিশ্ববিদ্যালয়গুলোর রাজস্ব কমছে, যার ফলে ব্রিটিশ কলাম্বিয়ার একটি বিশ্ববিদ্যালয় কর্মী ছাঁটাইয়ের ঘোষণা দিয়েছে।
শুধু শিক্ষার্থী নয়, কর্মী ভিসার ক্ষেত্রেও একই প্রবণতা দেখা গেছে। ২০২৪ সালের প্রথম ছয় মাসে কানাডা ২ লাখ ৪৫ হাজার ১৩৭টি ওয়ার্ক পারমিট ইস্যু করেছিল, অথচ ২০২৫ সালের একই সময়ে সংখ্যা নেমে এসেছে ১ লাখ ১৯ হাজার ২৩৪-এ। অর্থাৎ, ৫১ শতাংশ হ্রাস পেয়েছে বিদেশি কর্মীর আগমন।
চলতি বছরের মে মাসে প্রধানমন্ত্রী মার্ক কারনি ঘোষণা দেন, আন্তর্জাতিক শিক্ষার্থী ও অস্থায়ী কর্মীর সংখ্যা সীমিত করা হবে, যাতে বাড়ি ভাড়া ও আবাসন সংকট কিছুটা নিয়ন্ত্রণে আসে। ফলে অভিবাসন নীতিতে কড়াকড়ি আরোপ করা হয়েছে।
তবে স্থায়ী বাসিন্দা গ্রহণে এখনো লক্ষ্যমাত্রা পূরণের পথে রয়েছে কানাডা। ২০২৫ সালে ৩ লাখ ৯৫ হাজার জন স্থায়ী বাসিন্দা গ্রহণের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে, যার মধ্যে জানুয়ারি থেকে জুলাই পর্যন্ত ইতোমধ্যে ২ লাখ ৪৬ হাজার ৩০০ জনকে স্বাগত জানানো হয়েছে।
আইআরসিসি জানিয়েছে, “কানাডা সরকার অভিবাসন ব্যবস্থাকে টেকসই ও ভারসাম্যপূর্ণ করতে প্রতিশ্রুতিবদ্ধ। অভিবাসন আমাদের জাতীয় গর্ব ও অর্থনৈতিক সমৃদ্ধির উৎস”।
বিশ্লেষকদের মতে, জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি, বাড়ি ভাড়ার ঊর্ধ্বগতি এবং আবাসন সংকটের কারণে কানাডার অভিবাসন নীতিতে পরিবর্তন এসেছে, যার প্রভাব পড়ছে আন্তর্জাতিক শিক্ষার্থী ও কর্মীদের ওপর।
তথ্যসূত্র: দৈনিক সমকাল