Logo
×

Follow Us

মধ্যপ্রাচ্য

কুয়েতে ১২০টি ফ্রিল্যান্স পেশায় কাজ করতে পারবেন না প্রবাসীরা

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২২ সেপ্টেম্বর ২০২৫, ১০:০৩

কুয়েতে ১২০টি ফ্রিল্যান্স পেশায় কাজ করতে পারবেন না প্রবাসীরা

কুয়েত সরকার নতুন এক নির্দেশনায় ১২০টি ফ্রিল্যান্স পেশা শুধু কুয়েতি নাগরিকদের জন্য সংরক্ষিত করেছে। এর ফলে প্রবাসী ও উপসাগরীয় সহযোগিতা পরিষদের (GCC) সদস্য দেশগুলোর নাগরিকরা এসব পেশায় আর কাজ করতে পারবেন না। এই সিদ্ধান্তের লক্ষ্য স্থানীয় উদ্যোক্তাদের উৎসাহ দেওয়া এবং অর্থনৈতিক জাতীয়করণকে এগিয়ে নেওয়া।

নতুন নিয়ম অনুযায়ী, ফ্রিল্যান্স লাইসেন্স পেতে হলে আবেদনকারীকে অবশ্যই কুয়েতি নাগরিক হতে হবে, বয়স কমপক্ষে ২১ বছর এবং কোনো গুরুতর অপরাধে দণ্ডিত না হওয়া আবশ্যক। লাইসেন্সধারীকে একক মালিকানাধীন প্রতিষ্ঠান গঠন করতে হবে এবং ব্যবসার জন্য নির্ধারিত ঠিকানা বা বাসা থেকে পরিচালনার ক্ষেত্রে বাড়িওয়ালার লিখিত অনুমতি লাগবে।

নতুন রেজ্যুলেউশন ১৬৮ অনুযায়ী, প্রবাসীরা চাই জিসিসি সদস্য হোক বা অন্য দেশের; এই ১২০টি ফ্রিল্যান্স পেশায় মালিক, অংশীদার বা ব্যবস্থাপক হিসেবে কাজ করতে পারবেন না। লাইসেন্স অন্য কারো কাছে হস্তান্তরও করা যাবে না।

লাইসেন্সে ছাড় ও সুবিধা

- লাইসেন্সের মেয়াদ ১ বছর থেকে বাড়িয়ে ৪ বছর করা হয়েছে

- মূলধন সীমা কমিয়ে ৫০ কুয়েতি দিনার করা হয়েছে

- একাধিক সম্পর্কিত পেশা এক লাইসেন্সে অন্তর্ভুক্ত করা যাবে

- আবেদন করা যাবে “Sahl” অ্যাপ বা অন্যান্য ডিজিটাল প্ল্যাটফর্মে

এই ১২০টি পেশার মধ্যে রয়েছে পরামর্শ সেবা (অর্থনীতি, প্রশাসন, কৃষি, মিডিয়া), ডিজাইন ও সৃজনশীল কাজ (ফ্যাশন, ইন্টেরিয়র, গিফট প্যাকিং), ফটোগ্রাফি ও ইভেন্ট ম্যানেজমেন্ট, পর্যটন ও রিয়েল এস্টেট, খেলাধুলা ও বিনোদন সরঞ্জাম ভাড়া, বিপণন ও বিক্রয় সেবা, মাছ ও পশু ব্রোকারেজ, ক্ষুদ্র শিল্প ব্যবস্থাপনা ইত্যাদি।

সব লাইসেন্সধারীকে ব্যবসায়িক রেজিস্ট্রেশন নম্বর ব্যবহার করতে হবে। শুধু ইলেকট্রনিক পেমেন্ট গ্রহণ করতে হবে এবং প্রতি বছর ব্যাংক বিবরণী, আর্থিক প্রতিবেদন ও অনলাইন কার্যক্রমের তথ্য জমা দিতে হবে। এসব তথ্য শ্রম কর্তৃপক্ষের কাছে পাঠানো হবে।

তথ্যসূত্র: টাইমস অব ইন্ডিয়া

Logo