Logo
×

Follow Us

উত্তর আমেরিকা

কানাডার অন্টারিওতে কর্মসংস্থানের নতুন সুযোগ

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২১ সেপ্টেম্বর ২০২৫, ০৯:২৩

কানাডার অন্টারিওতে কর্মসংস্থানের নতুন সুযোগ

কানাডার অন্টারিও প্রদেশে নিয়ন্ত্রিত পেশায় কর্মরত অন্যান্য প্রদেশের কর্মীদের জন্য বড় সুখবর এসেছে। আসন্ন ২০২৬ সালের ১ জানুয়ারি থেকে ‘As of Right’ নামে একটি নতুন নীতিমালার আওতায় কর্মীরা মাত্র ১০ দিনের মধ্যে অন্টারিওতে কাজ শুরু করতে পারবেন। আগে এই প্রক্রিয়ায় ছয় মাস পর্যন্ত সময় লাগত।

এই পরিবর্তনের ফলে কানাডার অন্যান্য প্রদেশ ও অঞ্চল থেকে আসা সার্টিফায়েড পেশাজীবীরা; যেমন স্থপতি, প্রকৌশলী, ইলেকট্রিশিয়ানসহ ৩০০টিরও বেশি পেশায় দ্রুত অন্টারিওতে কাজ শুরু করতে পারবেন। এটি ৫০টিরও বেশি নিয়ন্ত্রক সংস্থার আওতায় কার্যকর হবে।

অন্টারিওর শ্রম, অভিবাসন, প্রশিক্ষণ ও দক্ষতা উন্নয়নমন্ত্রী ডেভিড পিচিনি বলেন, “এই ঐতিহাসিক পদক্ষেপের মাধ্যমে আমরা কর্মী ও ব্যবসার জন্য নতুন সুযোগ তৈরি করছি, যা পুরো কানাডার জন্য ইতিবাচক।”

নতুন নিয়ম অনুযায়ী, কর্মীরা প্রথমে অন্টারিওর সংশ্লিষ্ট নিয়ন্ত্রক সংস্থার সঙ্গে যোগাযোগ করে একটি ‘লেবার মোবিলিটি অ্যাপ্লিকেশন’ জমা দেবেন। আবেদন জমা দেওয়ার ৩০ দিনের মধ্যে সিদ্ধান্ত জানানো হবে। অনুমোদন পেলে কর্মীরা ছয় মাস পর্যন্ত কাজ করতে পারবেন, এই সময়ের মধ্যে পূর্ণ নিবন্ধন সম্পন্ন করতে হবে।

স্বাস্থ্য খাতে কিছু নির্দিষ্ট পেশাজীবীও এই সুবিধা পাবেন। যেমন- চিকিৎসক, নার্স, শ্বাসপ্রশ্বাস বিশেষজ্ঞ ও ল্যাব টেকনিশিয়ান। তবে ফার্মাসিস্ট, ডেন্টিস্ট, মনোরোগ বিশেষজ্ঞদের ক্ষেত্রে এই নিয়ম প্রযোজ্য নয়।

যুক্তরাষ্ট্রের কিছু রাজ্য বা ডিসি থেকে আসা বোর্ড-সার্টিফায়েড চিকিৎসক ও নার্সরাও নির্দিষ্ট শর্ত পূরণ করে অন্টারিওতে কাজ শুরু করতে পারবেন।

অন্যদিকে, অন্টারিওতে কর্মরত কেউ যদি অন্য প্রদেশে কাজ করতে চান, তাদের জন্যও আন্তঃপ্রাদেশিক চুক্তির আওতায় সুযোগ তৈরি হয়েছে। ইতোমধ্যে অন্টারিও ১০টি প্রদেশ ও অঞ্চলের সঙ্গে পারস্পরিক চুক্তি স্বাক্ষর করেছে।

এই পরিবর্তন অন্টারিও ইমিগ্র্যান্ট নমিনি প্রোগ্রাম (OINP)-এর আওতায় অভিবাসীদের জন্যও ইতিবাচক প্রভাব ফেলবে। অনেক নিয়ন্ত্রিত পেশা OINP-এর বিভিন্ন স্ট্রিমে অন্তর্ভুক্ত, যা এখন আরো সহজে কার্যকর হবে।

এই উদ্যোগ কানাডার শ্রমবাজারে দক্ষ কর্মী প্রবাহকে গতিশীল করবে এবং কর্মসংস্থানের সুযোগ বাড়াবে বলে আশা করা হচ্ছে।

তথ্যসূত্র: সিআইসি নিউজ

Logo