
ব্রুনাইয়ে পাঁচটি কোম্পানিতে বিভিন্ন পদে ৬৬ জনকে নিয়োগ দিতে প্রজ্ঞাপন দিয়েছে বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেড (বোয়েসেল)। সরকারিভাবে কম খরচে চাকরি নিয়ে বিদেশ যাওয়ায় অন্যতম বিশ্বস্ত মাধ্যম বোয়েসেল।
বোয়েসেলের প্রজ্ঞাপনে দেখা যাচ্ছে, ব্রুনাইয়ের রাজিকিন রেস্টুরেন্ট ৪ জন অ্যাসিট্যান্ট কুক ও ৪ জন কিচেন হেলপার নিতে চাইছে। যাদের সবার মাসিক বেতন ৬০০ ব্রুনাই ডলার, যা বাংলাদেশি টাকায় আনুমানিক ৫৬ হাজার টাকা। বয়স হতে হবে ২৪ থেকে ৪৯-এর মধ্যে। এসব কাজে সবার ২-৩ বছরের বাস্তব অভিজ্ঞতা লাগবে।
ইস্পাহানি কোম্পানি বুরুহ বিনান পদে ২০ জন নির্মাণ শ্রমিক চেয়েছে, যাদের বয়স হতে হবে ২২ থেকে ৫০-এর মধ্যে। বেতন হবে দৈনিক ২০ ব্রুনাই ডলার, আনুমানিক ১৮০০ টাকা। ২-৩ বছরের বাস্তব অভিজ্ঞতা লাগবে।
মোল্লাহ কোম্পানিও বুরুহ বিনান পদে ২০ জন নির্মাণ শ্রমিক চেয়েছে, যাদের বয়স হতে হবে ২২ থেকে ৫০-এর মধ্যে। বেতন হবে দৈনিক ২০ ব্রুনাই ডলার, আনুমানিক ১৮০০ টাকা। ২-৩ বছরের বাস্তব অভিজ্ঞতা লাগবে।
অন্যদিকে, ব্রুনাইয়ের এইচ ওয়ান কন্ট্রাকটর কোম্পানি মাসিক ৭৫০ ব্রুনাই ডলার বেতনে দক্ষ ফোরম্যান বা সুপাইভাইজার, ৬৫০ ব্রুনাই ডলার বেতনে দক্ষ ইলেকট্রিশিয়ান চারজন, ৭৫০ ব্রুনাই ডলার বেতনে বড় গাড়ির ড্রাইভার আর দুজন জেনারেল ওয়ার্কার নেবে। সবার বয়স হতে হবে ২০ থেকে ৪৫-এর মধ্যে।
নির্বাচিত হলে কর্মীর বিমান ভাড়া, থাকার খরচ দেবে কোম্পানি। তাছাড়া মেডিকেল, বীমা, ছুটি ব্রুনাইয়ের শ্রম আইন অনুযায়ী হবে। চুক্তি হবে দুই বছরের জন্য।
ইংরেজি ও মালয় ভাষা জানতে অগ্রাধিকার পাওয়া যাবে আর মধ্যপ্রাচ্য থেকে বাধ্যতামূলকভাবে ফিরে এসেছেন তারাও সুবিধা পাবেন বলে বিজ্ঞাপনে জানানো হয়েছে।
নিয়োগকর্তা প্রার্থীদের নির্বাচিত করলে মাত্র ৫৬ হাজার ৩৫০টাকা থেকে ৪৪ হাজার ৮৫০ টাকা খরচ দিয়ে চাকরি নিয়েই যাওয়া যাবে ব্রুনাইয়ে। আবেদন করার শেষ দিন ১৯ আগস্ট। আগ্রহীরা পাসপোর্ট নম্বর, শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা উল্লেখ করে একটা আবেদন পাঠাতে পারেন বোয়েসেলের এই লিংকে।