
৬ জন কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি দিয়েছে ওমানের মাসকাটস্থ বাংলাদেশ দূতাবাস। এর মধ্যে ২ জন অনুবাদক, ২ জন আইন সহকারী ও ২ জনকে ওয়েলফেয়ার সহকারী পদে নিয়োগ দেওয়া হবে। ১১ আগস্ট দূতাবাসের ফেসবুক পেজে এই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।
অনুবাদক পদে যে কোনো দেশের নাগরিকই আবেদন করতে পারবেন, তবে অন্য দুটি পদে শুধু বাংলাদেশিরাই আবেদনের যোগ্য হবেন। প্রতিটি পদেই ব্যাচেলর ডিগ্রি থাকা বাধ্যতামূলক করা হয়েছে। এছাড়া কম্পিউটারে পারদর্শিতা, ইংরেজি ও আরবি টাইপিংয়ে দক্ষতা, সংশ্লিষ্ট কাজে ২-৩ বছরের অভিজ্ঞতা ও ওমানের স্থানীয় আইন, সংস্কৃতি, নিয়মনীতি সম্পর্কে স্বচ্ছ ধারণা থাকতে হবে।আগ্রহী প্রার্থীদের জীবনবৃত্তান্ত, শিক্ষা ও অভিজ্ঞতা সনদ, ছবি, এনআইডি, রেসিডেন্সি পারমিটসহ সব ডকুমেন্ট আগামী ১৮ আগস্ট ২০২৫ এর মধ্যে দূতাবাসের ঠিকানায় অথবা counselormuscat@probashi.gov.bd ঠিকানায় ই-মেইল করতে বলা হয়েছে।
তথ্যসূত্র: বাংলাদেশ দূতাবাসের ফেসবুক পেজ