Logo
×

Follow Us

অস্ট্রেলিয়া

অস্ট্রেলিয়ায় চাকরির বাজার আবারো রমরমা

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৪ আগস্ট ২০২৫, ১২:০০

অস্ট্রেলিয়ায় চাকরির বাজার আবারো রমরমা

অস্ট্রেলিয়ায় জুলাই মাসে চাকরির বাজারে উল্লেখযোগ্য উন্নতি দেখা গেছে। এটি অর্থনীতির জন্য বড় স্বস্তির বার্তা নিয়ে এসেছে। দেশটির পরিসংখ্যান ব্যুরো জানিয়েছে, জুলাইয়ে বেকারত্বের হার কমে দাঁড়িয়েছে ৩.৯ শতাংশে, যা গত মাসের ৪.১ শতাংশ থেকে কম।

এই সময়ের মধ্যে প্রায় ৪০ হাজার নতুন চাকরি সৃষ্টি হয়েছে, যার বেশির ভাগই পূর্ণকালীন। অর্থনীতিবিদরা বলছেন, এটি শ্রমবাজারের স্থিতিশীলতা ও পুনরুদ্ধারের স্পষ্ট ইঙ্গিত।

অস্ট্রেলিয়ার শ্রমবাজার-সংক্রান্ত সর্বশেষ প্রতিবেদন অনুযায়ী, অভিবাসীদের জন্য বেশ কিছু খাতে নতুন সুযোগ সৃষ্টি হয়েছে। বিশেষ করে স্বাস্থ্যসেবা, নির্মাণ, প্রকৌশল এবং ব্যক্তিগত সেবা খাতে দক্ষ অভিবাসীদের চাহিদা বেড়েছে। “টেম্পোরারি স্কিলড মাইগ্রেশন” নীতির আওতায় যেসব পেশায় দীর্ঘমেয়াদি ঘাটতি রয়েছে যেমন- রেজিস্টার্ড নার্স, রেসিডেন্ট মেডিকেল অফিসার, নির্মাণ প্রকৌশলী; সেখানে অভিবাসী শ্রমিকরা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন।

এই খাতে কাজ করতে আগ্রহী অভিবাসীদের জন্য অস্ট্রেলিয়া সরকার ভিসা প্রক্রিয়া সহজ করেছে এবং নিয়ন্ত্রিত পেশায় দক্ষতা যাচাইয়ের সুযোগও বাড়িয়েছে। ফলে যারা অস্থায়ী বা স্থায়ীভাবে কাজ করতে চান, তাদের জন্য এটি একটি ইতিবাচক সময়।

অর্থমন্ত্রী জানিয়েছেন, “এই চাকরির প্রবৃদ্ধি আমাদের অর্থনৈতিক পরিকল্পনার সাফল্য প্রমাণ করে। তবে আমরা জানি, অনেক অস্ট্রেলিয়ান এখনো জীবনযাত্রার ব্যয় নিয়ে সংগ্রাম করছেন।”

বিশেষজ্ঞরা সতর্ক করে দিয়েছেন, বৈশ্বিক অর্থনৈতিক অনিশ্চয়তা ও চীনের বাজারে ধীরগতির প্রভাব অস্ট্রেলিয়ার ভবিষ্যৎ প্রবৃদ্ধিতে বাধা সৃষ্টি করতে পারে।

তবুও জুলাইয়ের চাকরির তথ্য এবং অভিবাসীদের জন্য বাড়তে থাকা সুযোগ দেশটির অর্থনীতিতে নতুন আশার সঞ্চার করেছে।

তথ্যসূত্র: রয়টার্স

Logo