Logo
×

Follow Us

উত্তর আমেরিকা

যুক্তরাষ্ট্রে 'ড্রপবক্স' ভিসা সুবিধা বাতিল: শিক্ষার্থী ও কর্মীদের বিপদ

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৪ আগস্ট ২০২৫, ১১:৫৪

যুক্তরাষ্ট্রে 'ড্রপবক্স' ভিসা সুবিধা বাতিল: শিক্ষার্থী ও কর্মীদের বিপদ

যুক্তরাষ্ট্র সরকার আগামী ২ সেপ্টেম্বর ২০২৫ থেকে অধিকাংশ অ-অভিবাসী ভিসার জন্য ‘ড্রপবক্স’ বা সাক্ষাৎকার ছাড়াই নবায়ন সুবিধা বন্ধ করতে যাচ্ছে। এই সিদ্ধান্তের ফলে হাজার হাজার শিক্ষার্থী ও পেশাজীবীকে এখন থেকে সরাসরি কনস্যুলেট অফিসে গিয়ে সাক্ষাৎকার দিতে হবে, এমনকি তাদের আগের ভিসা ইতিহাস পরিষ্কার থাকলেও।

'ড্রপবক্স' সুবিধা এতদিন ভারতসহ বিভিন্ন দেশের আবেদনকারীদের জন্য একটি সহজ ও দ্রুত পদ্ধতি ছিল। এতে তারা নির্ধারিত স্থানে প্রয়োজনীয় কাগজপত্র জমা দিয়ে সাক্ষাৎকার ছাড়াই ভিসা নবায়ন করতে পারতেন। বিশেষ করে H-1B কর্মী ও F-1 শিক্ষার্থীদের জন্য এটি ছিল সময় ও চাপ কমানোর একটি কার্যকর উপায়।

তবে যুক্তরাষ্ট্রের নতুন অভিবাসন নীতির আওতায় এই সুবিধা বাতিল করা হচ্ছে “নিরাপত্তা জোরদার” ও “স্ক্রিনিং কঠোর” করার যুক্তিতে। নতুন নিয়ম অনুযায়ী, H-1B, H-4, L-1, F-1, J-1, M, O-1 সহ প্রায় সব অ-অভিবাসী ভিসার জন্য সাক্ষাৎকার বাধ্যতামূলক করা হয়েছে। এমনকি ১৪ বছরের নিচের শিশু ও ৭৯ বছরের বেশি বয়স্করাও আর এই ছাড় পাবেন না।

শুধু কিছু কূটনৈতিক ও সরকারি ভিসা (যেমন A, G, NATO, TECRO) এবং সীমিত সংখ্যক B-1/B-2 পর্যটন ও ব্যবসায়িক ভিসা আবেদনকারীরা নির্দিষ্ট শর্তে সাক্ষাৎকার ছাড়াই আবেদন করতে পারবেন।

এই পরিবর্তনের ফলে ভারতীয় আবেদনকারীদের ওপর বড় প্রভাব পড়বে বলে ধারণা করা হচ্ছে। কারণ, ভারত যুক্তরাষ্ট্রের ড্রপবক্স ব্যবস্থার অন্যতম প্রধান ব্যবহারকারী দেশ। বর্তমানে ভারতীয় কনস্যুলেটগুলোতে সাক্ষাৎকারের জন্য অপেক্ষার সময় কয়েক মাস পর্যন্ত দীর্ঘ হচ্ছে, যা শিক্ষার্থী ও পেশাজীবীদের পরিকল্পনায় বড় বাধা হয়ে দাঁড়াতে পারে।

ইতোমধ্যে সেপ্টেম্বরের জন্য নির্ধারিত অনেক ড্রপবক্স অ্যাপয়েন্টমেন্ট বাতিল করা হয়েছে এবং আবেদনকারীদের নতুন করে সাক্ষাৎকারের সময় নির্ধারণ করতে বলা হয়েছে।

যুক্তরাষ্ট্রে ভিসা নবায়ন করতে ইচ্ছুক ব্যক্তিদের এখন থেকে আরো আগে পরিকল্পনা করতে হবে এবং সাক্ষাৎকারের জন্য প্রস্তুত থাকতে হবে।

তথ্যসূত্র: দ্য বিজনেস স্ট্যান্ডার্ড

Logo