
মালয়েশিয়ায় আরো বেশি বাংলাদেশি কর্মীর কাজের সুযোগ সৃষ্টি হবে বলে আশা প্রকাশ করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। ১২ আগস্ট মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে উচ্চ পর্যায়ের বৈঠক ও পাঁচটি সমঝোতা স্মারক স্বাক্ষরের পর যৌথ সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
পুত্রজায়ায় প্রধানমন্ত্রীর কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে ইউনূস বলেন, “বাংলাদেশি কর্মীরা মালয়েশিয়ায় কাজ করে উপার্জিত অর্থ দেশে পাঠান, যা তাদের পরিবারের জীবনমান, সন্তানের শিক্ষা ও ভবিষ্যৎ গঠনে সহায়ক।”
তিনি মালয়েশিয়ার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, “এখানকার মানুষ আমাদের কর্মীদের পরিবারের সদস্যের মতো গ্রহণ করে। তারা শুধু আয় করে না, এখান থেকে শেখে এবং দেশে ফিরে ব্যবসা শুরু করে।”
বাংলাদেশকে একটি উৎপাদনকেন্দ্র হিসেবে গড়ে তোলার আহ্বান জানিয়ে ইউনূস বলেন, “মালয়েশিয়ার ব্যবসায়ীরা বাংলাদেশে বিনিয়োগ করুন, প্রযুক্তি নিয়ে আসুন। আমাদের দক্ষ মানবসম্পদ ব্যবহার করে পণ্য উৎপাদন করে তা বিদেশে রপ্তানি করুন।”
তিনি জানান, বাংলাদেশের বিনিয়োগ পরিবেশ এখন উন্মুক্ত এবং টেকসই অর্থনীতি গঠনের পথে সরকার অগ্রসর।
গত বছরের গণআন্দোলনের প্রসঙ্গ টেনে ইউনূস বলেন, “স্বৈরশাসনের বিরুদ্ধে ছাত্র-জনতা রাস্তায় নেমেছিল। আন্দোলনের মুখে সরকার পরিবর্তন হয়। এরপর আমরা স্থিতিশীলতা ফেরাতে আন্তর্জাতিক সহযোগিতা খুঁজছিলাম, তখন আনোয়ার ইব্রাহিম বন্ধুর মতো পাশে দাঁড়ান।”
মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম বলেন, “বাংলাদেশের সঙ্গে আমাদের সম্পর্ক চমৎকার, যা দুই দেশের জনগণের উন্নয়নে সহায়ক হবে।”
তথ্যসূত্র: বিডিনিউজ ২৪