Logo
×

Follow Us

বাংলাদেশ

ইরাকে চাকরির খবর

আবেদনের শেষ তারিখ ১৮ আগস্ট, বেতন ৪২,৪৯০ টাকা

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১১ আগস্ট ২০২৫, ২১:৩৬

আবেদনের শেষ তারিখ ১৮ আগস্ট, বেতন ৪২,৪৯০ টাকা

ইরাকে বিভিন্ন পদে ৩৭৫ জনকে নিয়োগ দিতে প্রজ্ঞাপন দিয়েছে বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেড (বোয়েসেল)। সরকারিভাবে কম খরচে চাকরি নিয়ে বিদেশ যাওয়ায় অন্যতম বিশ্বস্ত মাধ্যম হলো বোয়েসেল।

বোয়েসেলের প্রজ্ঞাপনে দেখা যাচ্ছে, টাইলস মেশন বা টাইলস লাগানোর রাজমিস্ত্রি ৭৫ জন, জিপসাম বোর্ড ওয়ার্কার ৭৫ জন, পেইন্টার ৭৫ জন, ইলেকট্রিশিয়ান ৭৫ জন ও প্লামার বা পাইপ মিস্ত্রি ৭৫ জন নিয়োগ দিতে চায় ইরাকের কোম্পানি। কর্মীদের প্রত্যেকের বেতন ধরা হয়েছে ৩৫০ মার্কিন ডলার সমমানের বাংলাদেশের আনুমানিক ৪২ হাজার ৪৯০ টাকা। 

কর্মীদের প্রত্যেকের বয়স হতে হবে ২১ থেকে ৩৫ এর মধ্যে। এসব পদে কর্মীদের কমপক্ষে ১ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। সাথে দুই বছরের চুক্তি হতে হবে কোম্পানির সাথে। মেয়াদ শেষ হলে কর্মীরা তা নবায়ন করতে পারবেন। বাসা দেবে কোম্পানি আর খাবারের খরচ কর্মীকে বহন করতে হবে। নির্বাচিত হলে বিমান ভাড়াও কর্মীকে বহন করতে হবে। ওভারটাইম, মেডিকেল, বীমা, ছুটিসহ বিভিন্ন সুযোগ-সুবিধা ইরাকের আইন অনুযায়ী হবে। 

তবে মধ্যপ্রাচ্য ও সিরিয়া ফেরত প্রার্থীদের প্রায়োরিটি দেওয়া হবে। কর্মীরা ইংরেজি ও আরবি ভাষা জানলেও প্রায়োরিটি পাবে। নির্বাচিত হলে দক্ষ কর্মীরা ৫৬ হাজার ৩৫০ টাকা ও স্বল্প দক্ষ কর্মী ৪৪ হাজার ৮৫০ টাকা পরিশোধ করেই যেতে পারবেন ইরাকে। 

আগ্রহী কর্মীরা পাসপোর্ট নম্বর, শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা উল্লেখ করে আবেদন করতে হবে বোয়েসেলের নির্ধারিত লিংকে। 

https://brms.boesl.gov.bd/jobs/1652

Logo