Logo
×

Follow Us

অস্ট্রেলিয়া

নিউজিল্যান্ডে নতুন সিজনাল ভিসা ইস্যু

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১০ আগস্ট ২০২৫, ০৯:৩৩

নিউজিল্যান্ডে নতুন সিজনাল ভিসা ইস্যু

নিউজিল্যান্ড সরকার দেশটির মৌসুমি শিল্পে শ্রমিক সংকট মোকাবিলায় দুটি নতুন সিজনাল ভিসা চালু করেছে। এই ভিসাগুলো দেশি-বিদেশি শ্রমিকদের জন্য কাজের সুযোগ বাড়াবে এবং অর্থনীতিকে গতিশীল করবে বলে আশা করা হচ্ছে।

১. গ্লোবাল ওয়ার্কফোর্স সিজনাল ভিসা: এই ভিসা তিন বছরের জন্য দেওয়া হবে অভিজ্ঞ মৌসুমি শ্রমিকদের, যারা প্রতি বছর নির্দিষ্ট সময়ের জন্য ফিরে আসতে চান। যেমন আঙ্গুর চাষ, ভেড়ার স্বাস্থ্য পরীক্ষা, স্কি প্রশিক্ষণ ইত্যাদি কাজে দক্ষ শ্রমিকরা এই ভিসার আওতায় আসবেন। তবে প্রতি ১২ মাসে অন্তত তিন মাস নিউজিল্যান্ডের বাইরে থাকতে হবে।

২. পিক সিজনাল ভিসা: এই ভিসা সাত মাসের জন্য দেওয়া হবে স্বল্পমেয়াদি মৌসুমি কাজের জন্য। যেমন মাংস ও সামুদ্রিক খাদ্য প্রক্রিয়াকরণ, গরুর বাছুর পরিচর্যা, পশম সংগ্রহ ইত্যাদি। আবেদনকারীদের অন্তত এক মৌসুমের অভিজ্ঞতা থাকতে হবে এবং ভিসা নবায়নের আগে চার মাস দেশের বাইরে থাকতে হবে।

এই ভিসাগুলোর জন্য স্বাস্থ্যবীমা বাধ্যতামূলক করা হয়েছে। নিয়োগদাতাদের অবশ্যই স্থানীয় কর্মীদের অগ্রাধিকার দিতে হবে এবং সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বয় করে নিয়োগ দিতে হবে।

ইমিগ্রেশন মন্ত্রী এরিকা স্ট্যানফোর্ড বলেন, “এই ভিসাগুলো বাস্তব পরিস্থিতির সঙ্গে মিল রেখে তৈরি করা হয়েছে, যাতে মৌসুমি শিল্পে দক্ষ শ্রমিক পাওয়া যায় এবং স্থানীয়দের সুযোগও বজায় থাকে।”

নতুন ভিসাগুলো ৮ ডিসেম্বর ২০২৫ থেকে আবেদনযোগ্য হবে এবং এগুলো Accredited Employer Work Visa (AEWV) স্কিমের অংশ হিসেবে কাজ করবে।

তথ্যসূত্র: Otago Daily Times

Logo