দুবাইয়ে এমিরেটস ক্যাটারিংয়ের নতুন প্রজেক্ট, চাকরি পাবেন ৪০০ জন

অনলাইন ডেস্ক
প্রকাশ: ০৮ আগস্ট ২০২৫, ২১:৪১

দুবাইয়ে এমিরেটস ফ্লাইট ক্যাটারিং (ইএফসি) একটি নতুন বড় ক্যাটারিং হাউস তৈরি করেছে, যার খরচ হয়েছে প্রায় ১৬০ মিলিয়ন দিরহাম। এই নতুন জায়গায় কাজ করার জন্য তারা ৪০০ জনকে চাকরি দেবে।
এই ক্যাটারিং হাউসটি আল মাকতুম আন্তর্জাতিক বিমানবন্দরের পাশে বানানো হয়েছে। এখানে প্রতিদিন প্রায় ৭০ হাজার খাবার তৈরি করা যাবে, যা এমিরেটস এয়ারলাইন্সের যাত্রীদের জন্য সরবরাহ করা হবে।
চাকরির জন্য যেসব বিভাগে লোক নেওয়া হবে, তার মধ্যে রয়েছে- রান্না, খাবার প্যাক করা, মালপত্র পরিবহন, মান নিয়ন্ত্রণ এবং অফিসের কাজ। প্রতিষ্ঠানটি জানিয়েছে, দেশি-বিদেশি সবাই এই চাকরির জন্য আবেদন করতে পারবেন। চাকরি পাওয়ার পর কর্মীদের প্রশিক্ষণও দেওয়া হবে।
প্রতিষ্ঠানের প্রধান কর্মকর্তা সাঈদ মোহাম্মদ বলেন, “এই নতুন রান্নাঘর আমাদের কাজকে আরো সহজ ও আধুনিক করে তুলবে। যারা এখানে কাজ করবেন, তাদের জন্য ভালো পরিবেশ থাকবে।”
এই উদ্যোগের মাধ্যমে এমিরেটস গ্রুপ চায়, দুবাইকে বিশ্বের অন্যতম বড় বিমান চলাচলের কেন্দ্র হিসেবে গড়ে তুলতে। চাকরির আবেদন এখনই শুরু হয়েছে। আগ্রহীরা এমিরেটস ফ্লাইট ক্যাটারিংয়ের ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে পারবেন।
তথ্যসূত্র: খালিজ টাইমস