Logo
×

Follow Us

এশিয়া

মালয়েশিয়ায় বিপুল পরিমাণ কেয়ারগিভারের চাহিদা

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৫ আগস্ট ২০২৫, ১৩:০০

মালয়েশিয়ায় বিপুল পরিমাণ কেয়ারগিভারের চাহিদা

মালয়েশিয়া দ্রুত একটি বৃদ্ধ জনগোষ্ঠীভিত্তিক সমাজে রূপ নিচ্ছে, যেখানে একাকী বসবাসরত প্রবীণদের জন্য সেবার চাহিদা বাড়ছে। এই প্রেক্ষাপটে সরকারের ‘Home Help Services Programme (KBDR)’ ও ‘Senior Citizen Care Unit (UPWE)’ উদ্যোগ দুটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। তবে স্বেচ্ছাসেবকের অভাব এই প্রচেষ্টাকে বাধাগ্রস্ত করছে।

নারী, পরিবার ও সমাজকল্যাণ মন্ত্রণালয়ের উপমন্ত্রী দাতুক সেরি নোরাইনি আহমাদ জানিয়েছেন, এই কর্মসূচির মাধ্যমে স্বেচ্ছাসেবকরা প্রবীণদের সঙ্গ দেন, খাবার প্রস্তুত করেন এবং ঘরের কাজকর্মে সহায়তা করেন। যারা স্বনির্ভর, তাদের সামাজিক ও সাংগঠনিক কার্যক্রমে অংশগ্রহণে উৎসাহিত করা হয়।

কেন্দ্রীয় সমাজকল্যাণ পরিষদের দাতুক মাসতিকা জুনাইদাহ হুসিন জানান, বর্তমানে ১,০০০ স্বেচ্ছাসেবক ৫,০০০ প্রবীণকে সেবা দিচ্ছেন, তবে তহবিল ও জনবল সংকট প্রকট। স্বেচ্ছাসেবকদের জেলা কমিটির মাধ্যমে নিয়োগ, প্রশিক্ষণ ও সাপ্তাহিক প্রতিবেদন জমা দিতে হয়, যার ভিত্তিতে তারা ৪০০ রিংগিত ভাতা পান।

এই কর্মসূচি দাতব্য নয়, বরং একটি সামাজিক সংযোগ ও সহায়তা উদ্যোগ, যা প্রবীণ ও প্রতিবন্ধীদের জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ। স্বেচ্ছাসেবকরা সাপ্তাহিকভাবে দুই ঘণ্টা করে চারজন প্রবীণের সঙ্গে সময় কাটান এবং অনেকের সঙ্গে গভীর সম্পর্ক গড়ে ওঠে।

UPWE বর্তমানে ১১টি ভ্যানে মালয়েশিয়ার বিভিন্ন রাজ্যে প্রবীণদের চিকিৎসা কেন্দ্রে পৌঁছানোর সেবা দিচ্ছে। তবে সচেতনতার অভাব ও স্বেচ্ছাসেবক সংকট এই উদ্যোগের সফলতায় বড় বাধা হয়ে দাঁড়িয়েছে।

এই পরিস্থিতিতে প্রশিক্ষিত পূর্ণকালীন সেবিকার নিয়োগ ও সরকারি-বেসরকারি অংশীদারিত্ব বৃদ্ধির আহ্বান জানিয়েছেন বিশেষজ্ঞরা।

তথ্যসূত্র: এশিয়া নিউজ নেটওয়ার্ক

Logo