Logo
×

Follow Us

উত্তর আমেরিকা

যুক্তরাষ্ট্রে তীব্র চাকরি সংকট: তথ্য নিয়ে ট্রাম্পের ক্ষোভ

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৪ আগস্ট ২০২৫, ০৮:১৬

যুক্তরাষ্ট্রে তীব্র চাকরি সংকট: তথ্য নিয়ে ট্রাম্পের ক্ষোভ

যুক্তরাষ্ট্রে কর্মসংস্থান হ্রাস এবং অর্থনৈতিক স্থবিরতা নিয়ে উদ্বেগের মধ্যেই ব্যুরো অব লেবার স্ট্যাটিসটিকস (BLS)-এর পরিচালক এরিকা ম্যাকএন্টারফারকে বরখাস্ত করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার প্রকাশিত চাকরি প্রতিবেদনকে কেন্দ্র করে এই সিদ্ধান্ত নেওয়া হয়, যা মার্কিন অর্থনীতির ভবিষ্যৎ নিয়ে নতুন করে প্রশ্ন তুলেছে।

মার্কিন শ্রম দপ্তরের তথ্যমতে, জুলাই মাসে মাত্র ৭৩ হাজার নতুন চাকরি সৃষ্টি হয়েছে, যেখানে বিশ্লেষকদের পূর্বাভাস ছিল ১ লাখ ১৫ হাজার। আরো উদ্বেগজনক হলো, মে ও জুন মাসের হিসাব সংশোধনে দেখা গেছে, আগে ঘোষিত চাকরির সংখ্যা থেকে ২ লাখ ৫৮ হাজার কম চাকরি তৈরি হয়েছে। একই সঙ্গে বেকারত্বের হার বেড়ে দাঁড়িয়েছে ৪.২ শতাংশ এবং বেকারের সংখ্যা বেড়েছে ২ লাখ ২১ হাজার।

এই প্রতিবেদন প্রকাশের পর ওয়াল স্ট্রিটে তীব্র ধস নামে। ডাও জোন্স সূচক ৬০০ পয়েন্টের বেশি পড়ে যায়, যা বিনিয়োগকারীদের মধ্যে আতঙ্ক সৃষ্টি করে।

ট্রাম্প সামাজিক মাধ্যমে এক পোস্টে অভিযোগ করেন, চাকরির সংখ্যা ‘ইচ্ছাকৃতভাবে বিকৃত’ করা হয়েছে এবং এরিকা ম্যাকএন্টারফারকে ‘বাইডেনঘেঁষা রাজনৈতিক কর্মকর্তা’ বলে অভিহিত করেন। যদিও তিনি কোনো তথ্যপ্রমাণ উপস্থাপন করেননি।

এরিকা প্রতিক্রিয়ায় বলেন, “এই সংস্থার নেতৃত্ব দেওয়া ছিল আমার জীবনের সবচেয়ে বড় সম্মান। আমরা সব সময়ই নিরপেক্ষতা ও তথ্যের সত্যতা বজায় রেখেছি।” তিনি ২০২৩ সালে সিনেটের সর্বসম্মত অনুমোদনে বিএলএস প্রধান হিসেবে নিয়োগ পেয়েছিলেন।

বিশ্লেষকরা বলছেন, এই বরখাস্তের ঘটনা সরকারি পরিসংখ্যান ব্যবস্থার নিরপেক্ষতা ও গ্রহণযোগ্যতা নিয়ে নতুন করে প্রশ্ন তুলেছে। অর্থনীতিবিদরা সতর্ক করছেন, রাজনৈতিক হস্তক্ষেপ অর্থনৈতিক তথ্য ব্যবস্থার ওপর দেশি-বিদেশি আস্থা দুর্বল করতে পারে।

তথ্যসূত্র: দৈনিক বণিক বার্তা

Logo