Logo
×

Follow Us

মধ্যপ্রাচ্য

এবার দুবাইয়ে সরকারি চাকরি পাবেন বিদেশিরাও

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৫ জুন ২০২৫, ০৮:১৩

এবার দুবাইয়ে সরকারি চাকরি পাবেন বিদেশিরাও

সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে সরকারি খাতে প্রবাসীদের জন্য দেয়া হয়েছে আকর্ষণীয় কিছু চাকরির সুযোগ। সেখানে মাসিক বেতন উল্লেখ করা হয়েছে সর্বোচ্চ ৪০ হাজার দিরহাম। বাংলাদেশি মুদ্রায় যা ১৩ লাখ ৩৮ হাজারের কিছু বেশি টাকা (১১ জুন বিনিময় হার অনুযায়ী ১ দিরহাম সমান ৩৩ টাকা ৪৬ পয়সা ধরে)। 

মধ্যপ্রাচ্যের অন্যতম উন্নত শহরটিতে এসব সরকারি চাকরির সুবিধার মধ্যে রয়েছে স্থায়ী চাকরির নিশ্চয়তা, আকর্ষণীয় বেতন কাঠামো, উন্নত সুযোগ-সুবিধা এবং সামাজিক নিরাপত্তা। যেসব খাতে নিয়োগ দেয়া হচ্ছে- স্বাস্থ্যসেবা, তথ্যপ্রযুক্তি, শিক্ষা, নগর পরিকল্পনা, সমাজকল্যাণ ও অবকাঠামো। দুবাইয়ের সরকারি জব পোর্টাল দুবাইক্যারিয়ারডটএইতে বর্তমানে সব দেশের প্রার্থীদের জন্য বিভিন্ন শূন্যপদ উন্মুক্ত রয়েছে। খবর গালফ নিউজের। 

কিছু আলোচিত পদের মধ্যে রয়েছে অডিট ম্যানেজার (এনার্জি ও ইন্ডাস্ট্রি), যার জন্য ৭-১০ বছরের অভিজ্ঞতা প্রয়োজন হবে। রেসিডেন্ট কেস ম্যানেজারের বেতন ধরা হয়েছে ১০ হাজার ২০ হাজার দিরহাম। প্রার্থীর সমাজসেবাবিষয়ক সনদ আবশ্যক। এয়ার ট্রাফিক কন্ট্রোলার পদের প্রার্থীর আন্তর্জাতিক মানের এটিসি অভিজ্ঞতা আবশ্যক।

ইনফ্রাস্ট্রাকচার অপারেশন প্রধান (দুবাই হেলথ) – আইটি ইনফ্রাস্ট্রাকচারে ১০ বছরের অভিজ্ঞতা আবশ্যক। বাংলাদেশিদের মধ্যে যারা ইচ্ছুক, তাদের অবশ্যই দক্ষ ও অভিজ্ঞতা বেশি থাকতে হবে। বিশেষ করে স্বাস্থ্য, আইটি এবং শিক্ষা খাতে বাংলাদেশি পেশাজীবীদের সুযোগ নেয়ার যথেষ্ট সম্ভাবনা রয়েছে।

তথ্যসূত্র: চ্যানেল টোয়েন্টিফোর

Logo