Logo
×

Follow Us

বাংলাদেশ

বিদেশে কর্মসংস্থানের লক্ষ্যে ৬০ হাজার চালককে প্রশিক্ষণ

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৪ জানুয়ারি ২০২৬, ১০:১২

বিদেশে কর্মসংস্থানের লক্ষ্যে ৬০ হাজার চালককে প্রশিক্ষণ

কর্মসংস্থান সৃষ্টি ও রেমিট্যান্স প্রবাহ বাড়াতে ৬০ হাজার চালককে দক্ষতার প্রশিক্ষণ দেওয়ার উদ্যোগ নিয়েছে সরকার। ১৩ জানুয়ারি সচিবালয়ে সরকারি ক্রয়সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠকে এ সংক্রান্ত ২৩০ কোটি ৭২ লাখ টাকার প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে।  

পরিকল্পনা অনুযায়ী, ৪০ হাজার নতুন চালককে প্রাথমিক প্রশিক্ষণ দেওয়া হবে। পাশাপাশি ২০ হাজার অভিজ্ঞ চালককে উন্নত প্রশিক্ষণের মাধ্যমে ভারী যানবাহন ও যন্ত্রপাতি চালনায় দক্ষ করে তোলা হবে। অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ জানিয়েছেন, বর্তমানে অনেক চালক হালকা যান চালান, যা বিদেশে তেমন চাহিদা নেই। তাই ক্রেন ও এক্সক্যাভেটরের মতো ভারী যন্ত্রপাতি চালনায় বিশেষ প্রশিক্ষণ দিলে বিদেশে তাদের উচ্চ বেতনের চাকরির সুযোগ তৈরি হবে।  

বৈঠক সূত্রে জানা গেছে, বাংলাদেশ সরকার ও বিশ্বব্যাংকের যৌথ অর্থায়নে সড়ক ও জনপথ অধিদপ্তরের ‘বাংলাদেশ সড়ক নিরাপত্তা’ প্রকল্পের আওতায় এই উদ্যোগ নেওয়া হয়েছে। বিআরটিএ অংশের ‘নন-কনসালট্যান্সি সার্ভিস ফর ডেলিভারি অব কমার্শিয়াল ড্রাইভার ট্রেনিং’ প্যাকেজের অধীনে প্রশিক্ষণ কার্যক্রম পরিচালিত হবে। প্রশিক্ষণ ও লাইসেন্স প্রদানের কাজ যৌথভাবে তদারকি করবে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) এবং ব্যুরো অব ম্যানপাওয়ার এমপ্লয়মেন্ট অ্যান্ড ট্রেনিং (বিএমইটি)।  

অর্থ উপদেষ্টা বলেন, এটি একটি দীর্ঘমেয়াদি কর্মসংস্থান কৌশল, যার সঙ্গে আসন্ন নির্বাচনের কোনো সম্পর্ক নেই। তার মতে, এই কর্মসূচির ফলে একদিকে দেশের বেকারত্বের চাপ কমবে, অন্যদিকে আন্তর্জাতিক বাজারে বাংলাদেশের কর্মীদের প্রতিযোগিতা সক্ষমতা বাড়বে।  

সরকার আশা করছে, দেশের অভ্যন্তরেও পেশাদার চালক তৈরির মাধ্যমে সড়ক নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব হবে। দক্ষ চালক তৈরি হলে দুর্ঘটনা কমবে এবং পরিবহন খাত আরো সুশৃঙ্খল হবে। একই সঙ্গে বিদেশে প্রশিক্ষিত চালকরা উচ্চ আয়ের সুযোগ পেয়ে রেমিট্যান্স প্রবাহ বাড়াতে সহায়তা করবেন।

Logo