Logo
×

Follow Us

উত্তর আমেরিকা

কানাডায় যে পেশায় দুই সপ্তাহের মধ্যেই মিলবে ওয়ার্ক পারমিট

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৪ ডিসেম্বর ২০২৫, ১০:০৩

কানাডায় যে পেশায় দুই সপ্তাহের মধ্যেই মিলবে ওয়ার্ক পারমিট

কানাডা সরকার দক্ষ কর্মীদের জন্য নতুন সুযোগ উন্মুক্ত করেছে। নির্দিষ্ট কিছু পেশায় কর্মরত বিদেশি নাগরিকরা এখন মাত্র দুই সপ্তাহের মধ্যে ওয়ার্ক পারমিট পেতে পারবেন। এই উদ্যোগ নেওয়া হয়েছে দেশের শ্রমবাজারে জরুরি চাহিদা পূরণ এবং প্রযুক্তি ও বিশেষায়িত খাতে দ্রুত জনবল নিয়োগের লক্ষ্যে।  কানাডাভিত্তিক কিআইসি নিউজ এ সংবাদ প্রকাশ করেছে।

এই দ্রুত ওয়ার্ক পারমিট সুবিধা দেওয়া হচ্ছে Temporary Foreign Worker Program (TFWP)-এর Global Talent Stream (GTS) এর আওতায়। GTS মূলত দুটি ক্যাটাগরিতে বিভক্ত:  

ক্যাটাগরি এ: যেখানে নির্দিষ্ট অনুমোদিত সংস্থার মাধ্যমে বিশেষ দক্ষ কর্মীদের নিয়োগ দেওয়া হয়।  

ক্যাটাগরি বি: যেখানে ২২টি নির্দিষ্ট চাহিদাসম্পন্ন পেশায় কর্মরত বিদেশিদের জন্য দ্রুত ওয়ার্ক পারমিটের সুযোগ রয়েছে।  

ক্যাটাগরি বি'র আওতায় যেসব পেশায় দ্রুত ওয়ার্ক পারমিট পাওয়া যাবে তার মধ্যে রয়েছে:  

- সফটওয়্যার ইঞ্জিনিয়ার ও ডিজাইনার  

- কম্পিউটার প্রোগ্রামার  

- ওয়েব ডিজাইনার ও ডেভেলপার  

- তথ্য ব্যবস্থা বিশ্লেষক  

- ডিজিটাল মিডিয়া ডিজাইনার  

- ইলেকট্রিক্যাল ও ইলেকট্রনিক ইঞ্জিনিয়ার  

- সিভিল, মেকানিক্যাল ও কেমিক্যাল ইঞ্জিনিয়ার  

- টেকনিক্যাল সাপোর্ট ও বিশেষায়িত টেকনিশিয়ান  

এছাড়া আরো কিছু প্রযুক্তি ও বিশেষায়িত পেশা রয়েছে, যেগুলো কানাডার শ্রমবাজারে উচ্চ চাহিদার কারণে এই তালিকায় অন্তর্ভুক্ত হয়েছে।  

যোগ্য প্রার্থীদের কানাডার কোনো নিয়োগকর্তার কাছ থেকে চাকরির অফার থাকতে হবে। এরপর নিয়োগকর্তা Labour Market Impact Assessment (LMIA) প্রক্রিয়ার মাধ্যমে আবেদন জমা দেবেন। এলএমআইএ অনুমোদন পাওয়ার পর প্রার্থী মাত্র দুই সপ্তাহের মধ্যে ওয়ার্ক পারমিট হাতে পাবেন।  

কানাডা সরকার বলছে, এই উদ্যোগ দেশের প্রযুক্তি খাত ও উদ্ভাবনী শিল্পে দক্ষ জনবল ঘাটতি পূরণে সহায়ক হবে। একই সঙ্গে বিদেশি কর্মীদের জন্য কানাডায় কাজের সুযোগ আরো সহজ হবে। বিশেষজ্ঞরা মনে করছেন, দ্রুত ওয়ার্ক পারমিট সুবিধা কানাডাকে বৈশ্বিক প্রতিযোগিতায় এগিয়ে রাখবে এবং দক্ষ জনবল আকর্ষণে সহায়তা করবে। 

Logo