কানাডায় প্রতিভা আকর্ষণ ও ধরে রাখার নতুন উদ্যোগ
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৩ ডিসেম্বর ২০২৫, ০৮:২৮
কানাডা সরকার সম্প্রতি “Research Talent Initiative” নামের একটি নতুন উদ্যোগ শুরু করেছে, যার মাধ্যমে দেশটি আন্তর্জাতিক পর্যায়ের প্রধান গবেষক এবং অভিজ্ঞ গবেষণাকারীদের আকৃষ্ট ও সংরক্ষণ করতে চায়। এই প্রকল্পের আওতায় তিনটি নতুন স্ট্রিম চালু করা হয়েছে, যা গবেষক ও শিক্ষাবিদদের কানাডায় আসা ও কাজ করার সুযোগ দেবে। নতুন তিনটি স্ট্রিম হলো-
১. Canada Impact+ Research Chairs: প্রায় ১০০ আন্তর্জাতিক মানের গবেষককে সর্বোচ্চ ৮-১২ বছরের জন্য ৪-৮ মিলিয়ন কানাডিয়ান ডলার বা তার বেশি অনুদান দেওয়া হবে। গবেষকরা সরাসরি আবেদন করতে পারবেন না; যোগ্য প্রতিষ্ঠানগুলো তাদের মনোনয়ন দেবে। গবেষকরা কানাডায় পূর্ণকালীন অধ্যাপনার পদ গ্রহণ করবেন এবং বসবাস শুরু করবেন। প্রথম নিবন্ধনের শেষ সময় ১০ মার্চ ২০২৬।
২. Canada Impact+ Emerging Leaders: প্রাথমিক পর্যায়ের আন্তর্জাতিক গবেষকদের (Early Career Researchers) জন্য। প্রতিষ্ঠানগুলো ৬ বছরের জন্য প্রতি বছর ১ লাখ CAD অর্থায়ন পাবেন। গবেষকরা সেই বিভাগের টেনিওর-ট্র্যাক পদে নিয়োগ পাবেন। প্রথম নিবন্ধনের শেষ সময় ১০ মার্চ ২০২৬।
৩. Canada Impact+ Research Training Awards (Doctoral & Postdoctoral): বিদেশি ৬০০ ডক্টরাল ও ৪০০ পোস্টডক্টরাল গবেষককে গবেষণা অনুদান দেওয়া হবে, মোট ১৩৩.৬ মিলিয়ন কানাডিয়ান ডলার বরাদ্দ রয়েছে। ডক্টরালদের জন্য বার্ষিক ৪০ হাজার কানাডিয়ান ডলার এবং পোস্টডক্টরালদের জন্য ৭০ হাজার কানাডিয়ান ডলার প্রদান করা হবে। এই স্ট্রিমে কানাডার বর্তমান শিক্ষার্থী বা গবেষকরা আবেদন করতে পারবেন না। সমস্ত অনুদান অবশ্যই ৩১ মার্চ ২০২৭-এর মধ্যে কার্যকর হতে হবে।
গবেষকরা ইতোমধ্যেই বিদ্যমান LMIA-মুক্ত কর্ম-ভিসা অথবা স্টাডি পারমিটের মাধ্যমে কানাডায় আসবেন। প্রাপ্ত শিক্ষার্থী ও পোস্টডক্টরালদের সঙ্গী ও নির্দিষ্ট পরিবারের সদস্যরা ফ্যামিলি ওপেন ওয়ার্ক পারমিট পেতে পারেন। তবে স্থানান্তর এবং যাতায়াত খরচ নিজস্ব বা প্রতিষ্ঠানিক তহবিল থেকে বহন করতে হবে।
অগ্রাধিকার ক্ষেত্রসমূহ:
- উন্নত ডিজিটাল প্রযুক্তি (এআই, কোয়ান্টাম, সাইবার সিকিউরিটি)
- স্বাস্থ্য ও বায়োটেকনোলজি
- ক্লিন টেকনোলজি ও রিসোর্স চেইন
- পরিবেশ, জলবায়ু প্রতিরোধ ক্ষমতা ও আর্কটিক
- খাদ্য ও পানির নিরাপত্তা
- গণতন্ত্র ও কমিউনিটি রেজিলিয়েন্স
- উৎপাদন ও উন্নত উপকরণ
- প্রতিরক্ষা ও দ্বৈত-ব্যবহারের প্রযুক্তি
কানাডার সরকার আগামী ১০ বছরে এই প্রকল্পে ১.৭ বিলিয়ন CAD পর্যন্ত বিনিয়োগের মাধ্যমে দেশের গবেষণা ও উদ্ভাবন খাতকে শক্তিশালী করতে চায়। এই পদক্ষেপ আন্তর্জাতিক গবেষকদের কানাডায় আনা ও দেশে স্থায়ীভাবে কাজ করার পরিবেশ তৈরি করবে।
logo-1-1740906910.png)