কানাডায় ২৫০০ জন স্বাস্থ্যকর্মীকে এক্সপ্রেস এন্ট্রি
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৬ অক্টোবর ২০২৫, ০৮:৪৩
কানাডার অভিবাসন বিভাগ IRCC (Immigration, Refugees and Citizenship Canada) সম্প্রতি এক্সপ্রেস এন্ট্রি সিস্টেমের মাধ্যমে ২ হাজার ৫০০ জন স্বাস্থ্যসেবা ও সামাজিক সেবা খাতের পেশাজীবীকে স্থায়ী বসবাসের জন্য আবেদন করতে আমন্ত্রণ জানিয়েছে। ২০২৫ সালের ১৫ অক্টোবর এই ড্র অনুষ্ঠিত হয়। এতে অংশ নিতে আবেদনকারীদের কমপক্ষে ৪৭২ পয়েন্টের Comprehensive Ranking System (CRS) স্কোর থাকতে হয়েছে এবং ১২ মে ২০২৫ রাত ১১:১৭ UTC-এর আগে প্রোফাইল তৈরি করতে হয়েছে।
সিআইসি নিউজ জানিয়েছে, এই ড্রটি ছিল চলতি বছরের পঞ্চম স্বাস্থ্যসেবা ভিত্তিক ড্র এবং দ্বিতীয় বৃহত্তম, যা আগের ১৯ আগস্টের ড্রর সমান। এর আগে ২২ জুলাইয়ের ড্রতে সর্বোচ্চ ৪ হাজার জনকে আমন্ত্রণ জানানো হয়েছিল। এ পর্যন্ত স্বাস্থ্যসেবা ক্যাটাগরিতে প্রায় ১০ হাজার জনকে আমন্ত্রণ জানানো হয়েছে, যা এক্সপ্রেস এন্ট্রির বিভিন্ন ক্যাটাগরির মধ্যে তৃতীয় সর্বোচ্চ।
অক্টোবর মাসে এটি ছিল চতুর্থ ড্র। এর আগে ১ অক্টোবর কানাডিয়ান এক্সপেরিয়েন্স ক্লাস, ৬ অক্টোবর ফ্রেঞ্চ ভাষা দক্ষতা এবং ১৪ অক্টোবর প্রভিন্সিয়াল নমিনি প্রোগ্রামের অধীনে ড্র অনুষ্ঠিত হয়েছে।
২০২৫ সালে এখন পর্যন্ত এক্সপ্রেস এন্ট্রি সিস্টেমের মাধ্যমে মোট ৭৩ হাজার ১৮৩ জনকে স্থায়ী বসবাসের আমন্ত্রণ জানানো হয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি আমন্ত্রণ পেয়েছেন ফ্রেঞ্চ ভাষা দক্ষতাসম্পন্ন আবেদনকারী (৩০ হাজার জন), এরপর কানাডিয়ান অভিজ্ঞতা ক্লাস (২১ হাজার ৮৫০ জন), স্বাস্থ্যসেবা ও সামাজিক সেবা (৯ হাজার ৭৯২ জন), প্রভিন্সিয়াল নমিনি প্রোগ্রাম (৬ হাজার ৯৪৭ জন), শিক্ষা (৩ হাজার ৫০০ জন) এবং ট্রেড ক্যাটাগরি (১ হাজার ২৫০ জন)।
এই ড্রগুলো কানাডার অভিবাসন নীতির একটি গুরুত্বপূর্ণ অংশ, যার মাধ্যমে দেশটি দক্ষ পেশাজীবীদের আকৃষ্ট করে। বিশেষ করে স্বাস্থ্যসেবা খাতে অভিজ্ঞ পেশাজীবীদের প্রয়োজনীয়তা বাড়ছে, তাই এই ক্যাটাগরিতে নিয়মিত ড্র আয়োজন করা হচ্ছে।
যারা কানাডায় স্থায়ীভাবে বসবাস করতে চান এবং স্বাস্থ্যসেবা বা সামাজিক সেবা খাতে কাজ করছেন, তাদের জন্য এটি একটি বড় সুযোগ। এক্সপ্রেস এন্ট্রি প্রোফাইল তৈরি করে এবং CRS স্কোর উন্নত করে তারা ভবিষ্যতের ড্রতে অংশ নিতে পারেন।
logo-1-1740906910.png)