২২৩ জন বিশিষ্ট শিক্ষককে গোল্ডেন ভিসা দিচ্ছে দুবাই সরকার

অনলাইন ডেস্ক
প্রকাশ: ০৫ অক্টোবর ২০২৫, ০৮:০৪

সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে শিক্ষাক্ষেত্রে অসাধারণ অবদান রাখা ২২৩ জন শিক্ষকের জন্য গোল্ডেন ভিসা দেওয়ার ঘোষণা এসেছে। শেখ হামদান বিন মোহাম্মদ আল মাকতুমের নির্দেশনায় এই উদ্যোগ বাস্তবায়ন করছে দুবাই সরকার। এর মাধ্যমে দেশটির শিক্ষা খাতে অবদান রাখা শিক্ষকরা দীর্ঘমেয়াদি আবাসন সুবিধা পাবেন।
দুবাইয়ের ক্রাউন প্রিন্স ও এক্সিকিউটিভ কাউন্সিলের চেয়ারম্যান শেখ হামদান বলেন, “শিক্ষকরা জাতি গঠনের মূল ভিত্তি। তাদের প্রতি সম্মান ও কৃতজ্ঞতা জানাতে এই গোল্ডেন ভিসা দেওয়া হচ্ছে।” তিনি আরো বলেন, “শিক্ষকদের অবদান শুধু শ্রেণিকক্ষে সীমাবদ্ধ নয়, বরং তারা ভবিষ্যৎ প্রজন্মকে গড়ে তোলার কারিগর।”
গোল্ডেন ভিসা হলো ১০ বছর মেয়াদি আবাসন অনুমতি, যা সাধারণত বিনিয়োগকারী, গবেষক, চিকিৎসক ও বিশেষ দক্ষতা সম্পন্ন ব্যক্তিদের দেওয়া হয়। এবার এই তালিকায় যুক্ত হলেন শিক্ষকরা। এই ভিসা তাদের পেশাগত স্থিতিশীলতা ও পরিবারসহ দীর্ঘমেয়াদি বসবাসের সুযোগ নিশ্চিত করবে।
দুবাইয়ের শিক্ষা কর্তৃপক্ষ জানিয়েছে, যেসব শিক্ষক শিক্ষার্থীদের উন্নয়নে ব্যতিক্রমী ভূমিকা রেখেছেন, শিক্ষা পদ্ধতিতে উদ্ভাবন এনেছেন এবং সমাজে ইতিবাচক প্রভাব ফেলেছেন, তাদের এই ভিসার জন্য বিবেচনা করা হবে। সরকারি ও বেসরকারি উভয় প্রতিষ্ঠানের শিক্ষকরা এই সুবিধার আওতায় আসবেন।
এই উদ্যোগের মাধ্যমে শিক্ষক পেশাকে আরও মর্যাদাপূর্ণ করে তোলার চেষ্টা করছে দুবাই সরকার। শিক্ষা খাতে দীর্ঘমেয়াদি অবদান রাখা ব্যক্তিদের স্বীকৃতি দেওয়ার পাশাপাশি, এটি নতুন শিক্ষকদের জন্যও অনুপ্রেরণা হিসেবে কাজ করবে।
শিক্ষকরা সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠান ও কর্তৃপক্ষের মাধ্যমে গোল্ডেন ভিসার জন্য মনোনীত হবেন। এরপর নির্ধারিত যাচাই-বাছাইয়ের মাধ্যমে চূড়ান্তভাবে ভিসা প্রদান করা হবে।
বিশ্লেষকরা বলছেন, এই পদক্ষেপ শুধু শিক্ষকদের সম্মানিত করাই নয়, বরং শিক্ষা ব্যবস্থায় গুণগত পরিবর্তন আনতে সহায়ক হবে। এটি দুবাইকে একটি জ্ঞানভিত্তিক সমাজে রূপান্তরের পথে এগিয়ে নেবে।
তথ্যসূত্র: আরব বিজনেস