Logo
×

Follow Us

এশিয়া

জাপানে শতবর্ষী মানুষের রেকর্ড, বাড়ছে কেয়ার গিভারের চাহিদা

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৪ সেপ্টেম্বর ২০২৫, ০৯:৩০

জাপানে শতবর্ষী মানুষের রেকর্ড, বাড়ছে কেয়ার গিভারের চাহিদা

জাপানে ১০০ বছর বা তার বেশি বয়সী মানুষের সংখ্যা এবার ৯৯ হাজার ৭৬৩ জনে পৌঁছেছে, যা দেশটির ইতিহাসে নতুন রেকর্ড। দেশটির স্বাস্থ্য ও কল্যাণ মন্ত্রণালয় জানিয়েছে, ১ সেপ্টেম্বর ২০২৫ পর্যন্ত এই সংখ্যা গত বছরের তুলনায় ৪ হাজার ৬৪৪ জন বেড়েছে।

জাপানে শতবর্ষী নারীর সংখ্যা সবচেয়ে বেশি, ৮৭ হাজার ৭৮৪ জন, যা মোট শতবর্ষীদের প্রায় ৮৮ শতাংশ। সবচেয়ে বয়স্ক নারী হলেন ১১৪ বছর বয়সী কাগাওয়া শিগেকো, যিনি নারা জেলার ইয়ামাতোকোরিইয়ামা শহরে থাকেন। সবচেয়ে বয়স্ক পুরুষ হলেন ১১১ বছর বয়সী মিযুনো কিইয়োতাকা, যিনি শিযুওকা জেলার ইওয়াতা শহরের বাসিন্দা।

এই প্রবীণ জনগোষ্ঠীর সংখ্যা বাড়ার সঙ্গে সঙ্গে জাপানে কেয়ার গিভার বা সেবাদানকারীর চাহিদাও দ্রুত বাড়ছে। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে অনেক প্রবীণই দৈনন্দিন কাজ, চিকিৎসা ও মানসিক সহায়তার জন্য অন্যের ওপর নির্ভরশীল হয়ে পড়েন।

জাপানের অনেক পরিবার এখন পেশাদার কেয়ার গিভারের সাহায্য নিচ্ছে, বিশেষ করে যেসব প্রবীণ একা থাকেন বা যাদের সন্তান কর্মজীবনে ব্যস্ত। সরকার ও বিভিন্ন প্রতিষ্ঠান প্রবীণদের জন্য হোম কেয়ার, নার্সিং হোম, ডে কেয়ার সেন্টার এবং মোবাইল স্বাস্থ্যসেবা চালু করেছে।

তবে এই খাতে কিছু সমস্যা রয়েছে। কেয়ার গিভার পেশায় লোকবলের সংকট, মানসিক চাপ এবং কম পারিশ্রমিকের কারণে অনেকেই এই পেশায় আসতে চান না। এই সমস্যা মোকাবিলায় জাপান সরকার বিদেশি কর্মী নিয়োগ, প্রশিক্ষণ কর্মসূচি এবং রোবট প্রযুক্তি ব্যবহার শুরু করেছে।

বিশেষজ্ঞরা বলছেন, “শতবর্ষী মানুষের সংখ্যা শুধু একটি পরিসংখ্যান নয়, এটি সমাজের দায়িত্বের প্রতিচ্ছবি। প্রবীণদের সম্মান ও সেবা নিশ্চিত করতে কেয়ার গিভার পেশাকে আরো গুরুত্ব দিতে হবে।”

জাপানের অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে অন্যান্য দেশও প্রবীণদের জন্য স্বাস্থ্যসেবা ও সহায়তা ব্যবস্থাকে আরো শক্তিশালী করতে পারে।

তথ্যসূত্র: এনএইচকে

Logo