Logo
×

Follow Us

বাংলাদেশ

কুয়েতের মরুভূমিতে কলার চমক: ৫০ জন প্রবাসী শ্রমিকের ৩৫ জনই বাংলাদেশি

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৮ সেপ্টেম্বর ২০২৫, ০৮:৪১

কুয়েতের মরুভূমিতে কলার চমক: ৫০ জন প্রবাসী শ্রমিকের ৩৫ জনই বাংলাদেশি

কুয়েতের ওফরা অঞ্চলে শখের বশে ইকুয়েডর থেকে আনা মাত্র ৮টি কলা গাছের চারা এখন রূপ নিয়েছে দেশের প্রথম বাণিজ্যিক কলা বাগানে। এই সাফল্যের নায়ক কুয়েতি নাগরিক ঈদ সারি আল-আজমি, আর তার স্বপ্ন বাস্তবায়নে বড় ভূমিকা রেখেছেন বাংলাদেশসহ বিভিন্ন দেশের প্রবাসী শ্রমিকরা।

আজমির ফার্মে বর্তমানে ২৪ হাজারের বেশি কলা গাছ রয়েছে, যা অক্টোবরের মধ্যে ৩০ হাজারে পৌঁছাবে বলে আশা করা হচ্ছে। মরুভূমির প্রতিকূল আবহাওয়ার মধ্যেও প্রযুক্তির সহায়তায় এই ফলন সম্ভব হয়েছে। তবে প্রযুক্তির পাশাপাশি শ্রমিকদের দক্ষতা ছিল এই সাফল্যের মূল চালিকাশক্তি।

ফার্মে কর্মরত ৫০ জন শ্রমিকের মধ্যে ৩৫ জনই বাংলাদেশি। আজমি বলেন, “আমি মিসর, সোমালিয়া, সুদান, ফিলিপাইন, ইন্দোনেশিয়া, শ্রীলঙ্কা, ভারত থেকে শ্রমিক এনেছি, কিন্তু তাদের চেয়ে বাংলাদেশিরা ভালো কাজ করেন।" তিনি আরো জানান, কলা ছাড়াও ফার্মে পেঁপে, আম, তীন, তোত, কমলা, আপেলসহ নানা ফল উৎপাদন হচ্ছে।

বাংলাদেশি শ্রমিকরা শুধু পরিশ্রমই করছেন না, চাষাবাদের কৌশল, গাছের যত্ন এবং ফলন বৃদ্ধিতে তাদের অভিজ্ঞতা বিশেষভাবে কাজে লাগছে। তাদের কর্মদক্ষতা ও নিষ্ঠা আজমির ফার্মকে কুয়েতের কৃষি খাতে এক নতুন উচ্চতায় পৌঁছে দিয়েছে।

বাগানে কর্মরত প্রবাসী বাংলাদেশিরা জানান, ভিসা সহজ হলে আরো দক্ষ শ্রমিক এনে উৎপাদন বাড়ানো সম্ভব। এই উদ্যোগ শুধু আজমির ব্যক্তিগত সাফল্য নয়, বরং এটি কুয়েতের কৃষি খাতে এক যুগান্তকারী পরিবর্তনের সূচনা।

এই কলা বাগান এখন কুয়েতি বাজারে ‘লোকাল বিলাসবহুল কলা’ হিসেবে পরিচিত, যা প্রমাণ করে প্রবাসী শ্রমিকদের হাতেই গড়ে উঠছে মরুভূমির সবুজ বিপ্লব।

তথ্যসূত্র: আরব টাইমস

Logo