বাহরাইনে স্কুলবাস ড্রাইভারদের জন্য বিশেষ প্রশিক্ষণ

অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৬ আগস্ট ২০২৫, ১০:০০

নতুন শিক্ষাবর্ষের প্রস্তুতির অংশ হিসেবে বাহরাইনের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উদ্যোগে স্কুলবাস ড্রাইভারদের জন্য একাধিক সচেতনতামূলক সেশন আয়োজন করা হয়েছে। এই কর্মসূচি পরিচালনা করছে জেনারেল ডিরেক্টরেট অব ট্রাফিক, যার লক্ষ্য শিক্ষার্থীদের নিরাপদ যাতায়াত নিশ্চিত করা।
সরকারি ও বেসরকারি উভয় খাতের পরিবহন চালকদের জন্য এই সেশনগুলোতে নিরাপদ পরিবহন পদ্ধতি, ট্রাফিক আইন মেনে চলা এবং ছাত্রদের নিরাপত্তা সংক্রান্ত নির্দেশনা দেওয়া হচ্ছে। চালকদের শেখানো হচ্ছে কীভাবে সঠিকভাবে শিক্ষার্থীদের তুলতে ও নামাতে হয়, কোন জায়গায় থামা উচিত এবং কীভাবে স্কুলের গেট ও আশপাশে যান চলাচল নিয়ন্ত্রণে রাখতে হয়।
সেশনগুলোতে বিশেষভাবে গুরুত্ব দেওয়া হয়েছে গতিসীমা মেনে চলা, নির্ধারিত লেনে থাকা, অতিরিক্ত যাত্রী না নেওয়া এবং স্কুল এলাকায় সঠিক স্টপিং পয়েন্ট ব্যবহার করার ওপর। চালকদের স্কুল গার্ড ও কমিউনিটি পুলিশদের সঙ্গে সমন্বয় করে কাজ করতে উৎসাহিত করা হচ্ছে, যাতে যানজট ও দুর্ঘটনা এড়ানো যায়।
এছাড়া ট্রাফিক বিভাগ অভিভাবকদের প্রতি আহ্বান জানিয়েছে যেন তারা শুধুু মন্ত্রণালয়ের অনুমোদিত লাইসেন্সধারী চালকদেরই নিয়োগ দেন। লাইসেন্সবিহীন চালক নিয়োগ করলে তা শিশুদের নিরাপত্তার জন্য ঝুঁকিপূর্ণ হতে পারে।
সরকার জানিয়েছে, লাইসেন্স ছাড়া পরিবহন পরিচালনা করলে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে এবং এসব অপরাধের বিষয়গুলো পাবলিক প্রসিকিউশনে পাঠানো হবে।
তথ্যসূত্র: নিউজ অব বাহরাইন