Logo
×

Follow Us

উত্তর আমেরিকা

যুক্তরাষ্ট্রে যে ১০টি পেশার আয় সবচেয়ে বেশি?

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৩ আগস্ট ২০২৫, ০৯:৩৮

যুক্তরাষ্ট্রে যে ১০টি পেশার আয় সবচেয়ে বেশি?

যুক্তরাষ্ট্রে কোন পেশায় সবচেয়ে বেশি আয় হয়- এই প্রশ্নের উত্তর খুঁজতে সম্প্রতি ইকোনমিক টাইমস প্রকাশ করেছে সর্বোচ্চ বেতনের শীর্ষ ১০টি পেশার তালিকা। তালিকায় চিকিৎসা ও বিমানচালনা সংশ্লিষ্ট পেশাগুলোই শীর্ষে রয়েছে।

১. সার্জন: সাধারণ সার্জনরা বছরে গড়ে ৩৬৫,০৬০ থেকে ৪৫০,৮১০ ডলার পর্যন্ত আয় করেন। তারা মানবদেহের বিভিন্ন অংশে অস্ত্রোপচার করেন, যা অত্যন্ত জটিল ও দক্ষতাসম্পন্ন কাজ।

২. কার্ডিওলজিস্ট: হৃদরোগ বিশেষজ্ঞরা রোগ নির্ণয়, চিকিৎসা ও প্রতিরোধে কাজ করেন। তাদের গড় আয় ৪৩২,৪৯০ ডলার, যা তালিকায় অন্যতম উচ্চতম।

৩. অ্যানেসথেসিওলজিস্ট: অস্ত্রোপচারের সময় রোগীকে ব্যথামুক্ত রাখতে অ্যানেসথেসিওলজিস্টদের ভূমিকা গুরুত্বপূর্ণ। তাদের গড় আয় ৩৩৬,৬৪০ ডলার।

৪. রেডিওলজিস্ট: চিকিৎসা চিত্র বিশ্লেষণ করে রোগ নির্ণয় করেন রেডিওলজিস্টরা। তাদের গড় আয় ৩৫৯,৮২০ ডলার।

৫. চিকিৎসক (Physician): সাধারণ চিকিৎসকদের গড় আয় ২৫৩,৪৭০ থেকে ৩২০,৭০০ ডলার পর্যন্ত।

৬. নিউরোলজিস্ট: মস্তিষ্ক, স্নায়ু ও স্পাইন সংক্রান্ত রোগের চিকিৎসায় নিয়োজিত নিউরোলজিস্টদের গড় আয় ২৮৬,৩১০ ডলার।

৭. মনোরোগ বিশেষজ্ঞ (Psychiatrist): মানসিক স্বাস্থ্য নিয়ে কাজ করেন মনোরোগ চিকিৎসকরা। তাদের গড় আয় ২৬৯,১২০ ডলার।

৮. চক্ষু বিশেষজ্ঞ (Ophthalmologist): চোখের রোগ ও অস্ত্রোপচারে দক্ষ এই চিকিৎসকদের গড় আয় ৩০১,৫০০ ডলার।

৯. দাঁতের চিকিৎসক (Dentist): মুখ, দাঁত ও মাড়ির চিকিৎসায় নিয়োজিত ডেন্টিস্টদের গড় আয় ১৯৬,১০০ থেকে ৩৬০,২৪০ ডলার।

১০. বিমানচালক ও ফ্লাইট ইঞ্জিনিয়ার: বাণিজ্যিক বিমান, হেলিকপ্টার ও অন্যান্য উড়োজাহাজ পরিচালনায় নিয়োজিত পাইলট ও ইঞ্জিনিয়ারদের গড় আয় ২৮০,৫৭০ ডলার।

এই তালিকা থেকে স্পষ্ট, যুক্তরাষ্ট্রে চিকিৎসা ও প্রযুক্তিনির্ভর পেশাগুলোই সবচেয়ে বেশি আয় করে। তবে এসব পেশায় প্রবেশের জন্য দীর্ঘ শিক্ষাজীবন, কঠোর প্রশিক্ষণ এবং উচ্চমানের দক্ষতা প্রয়োজন।

তথ্যসূত্র: দ্য ইকোনমিক টাইমস

Logo