Logo
×

Follow Us

মধ্যপ্রাচ্য

আমিরাতে রিমোট ওয়ার্ক ভিসা কীভাবে করবেন?

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ৩১ জুলাই ২০২৫, ১২:৩৯

আমিরাতে রিমোট ওয়ার্ক ভিসা কীভাবে করবেন?

সংযুক্ত আরব আমিরাত বিদেশি পেশাজীবীদের জন্য একটি আকর্ষণীয় সুযোগ এনে দিয়েছে- এক বছরের রিমোট ওয়ার্ক ভিসা, যার মাধ্যমে তারা নিজের দেশের চাকরি ধরে রেখে আমিরাতে বসবাস ও কাজ করতে পারবেন। এই সুবিধার জন্য কোনো স্থানীয় স্পন্সরের প্রয়োজন নেই। ফলে এটি আন্তর্জাতিক পেশাজীবীদের জন্য আরো সহজ ও স্বাধীনতাভিত্তিক একটি ব্যবস্থা।

এই ভিসাটি নবায়নযোগ্য এবং ভিসাধারী ব্যক্তিরা তাদের পরিবারকেও স্পন্সর করতে পারেন, যার মধ্যে স্ত্রী/স্বামী এবং সন্তান অন্তর্ভুক্ত। তারা আমিরাতের স্বাস্থ্যসেবা, ইউটিলিটি ও শিক্ষাব্যবস্থা ব্যবহার করতে পারবেন, যা দেশটিতে পূর্ণাঙ্গ জীবনযাপনের সুযোগ করে দেয়।

আবেদনকারীর যোগ্যতা ও প্রয়োজনীয় কাগজপত্র:

- আবেদনকারীর বয়স কমপক্ষে ১৮ বছর হতে হবে এবং তিনি বিদেশি কোম্পানিতে অন্তত এক বছরের চুক্তিতে কাজ করছেন- এমন প্রমাণ থাকতে হবে।

- মাসিক আয় ৩৫০০ ডলার বা ১২ হাজার ৮৫৬ দিরহামের বেশি হতে হবে।

- জমা দিতে হবে চুক্তিপত্র, নিয়োগকর্তার চিঠি, স্বাস্থ্যবীমা, এবং ৬ মাস মেয়াদি পাসপোর্ট।

- বেতন সনদ, ব্যাংক স্টেটমেন্ট ও ঐচ্ছিকভাবে দেশীয় পুলিশ ক্লিয়ারেন্স যুক্ত করতে পারেন।

আবেদন পদ্ধতি ও ফি:

- দুবাইয়ের বাইরে: আইসিপি ওয়েবসাইটে আবেদন করতে হয়।

- দুবাইয়ের জন্য: GDRFA ওয়েবসাইটে আবেদন করতে হয়।

- মোট ফি ৩৫০ দিরহাম, যার মধ্যে রয়েছে আবেদন, ইস্যু, স্মার্ট সার্ভিস ও কর্তৃপক্ষ সংক্রান্ত চার্জ।

এই ভিসা আমিরাতকে ডিজিটাল নোম্যাডদের গন্তব্য হিসেবে আরো বেশি আকর্ষণীয় করে তুলেছে, যেখানে প্রযুক্তি, নিরাপত্তা এবং উচ্চমানের জীবনযাপন মিলিয়ে পেশাজীবীরা কাজের পাশাপাশি জীবন উপভোগ করতে পারেন।

তথ্যসূত্র: গালফ নিউজ

Logo