স্পেনে বিদেশি কর্মীদের জন্য স্বল্পমেয়াদি কাজের অনুমতিপত্র চালু

অনলাইন ডেস্ক
প্রকাশ: ৩১ জুলাই ২০২৫, ১২:২৫

স্পেন সরকার সম্প্রতি অভিবাসন নীতিতে বড় পরিবর্তন এনে বিদেশি কর্মীদের জন্য স্বল্পমেয়াদি ওয়ার্ক পারমিট চালুর ঘোষণা দিয়েছে। এই উদ্যোগটি এন্ট্রাপ্রেনার্স ল'র আওতায় এসেছে, যার মাধ্যমে উচ্চ যোগ্যতাসম্পন্ন পেশাজীবী, গবেষক, ডিজিটাল নোম্যাড এবং ইইউ ব্লু কার্ডধারীরা এখন ৯০ দিনের কম সময়ের কাজের জন্যও আইনি অনুমতি পাবেন।
আগত কর্মীরা এখন এক মাসের মতো ক্ষুদ্র প্রকল্পে অংশ নিতে পারবেন, যা আগে সম্ভব ছিল না। পূর্বে, এই শ্রেণিভুক্ত কাজের জন্য কমপক্ষে ৯০ দিনের অনুমতিপত্র বাধ্যতামূলক ছিল। নতুন ব্যবস্থায় সেনজেন ভিসা ব্যবহার করে কাজ করা যাবে না, তবে নতুন পারমিটের মাধ্যমে আইনগত ও কর-সংক্রান্ত নিরাপত্তা নিশ্চিত হবে।
তবে জেনারেল রেজিমের অধীনে থাকা আবেদনকারীদের জন্য ৯০ দিনের বাধ্যবাধকতা এখনো প্রযোজ্য। অর্থাৎ, যারা এন্ট্রাপ্রেনার্স ল'র আওতায় পড়েন না, তারা আগের নিয়মেই আবেদন করবেন।
এই পরিবর্তনের ফলে স্পেন এখন স্টার্টআপ, গবেষণা ও প্রযুক্তি ভিত্তিক বিদেশি পেশাজীবীদের জন্য আরো আকর্ষণীয় গন্তব্য হয়ে উঠছে। অভিবাসন প্রক্রিয়া হচ্ছে আরো নমনীয়, দ্রুত এবং বাস্তবমুখী। স্পেন সরকারের মতে, এটি দেশের বিশ্বায়ন ও দক্ষ মানবসম্পদ আকর্ষণের লক্ষ্যে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।
বাংলাদেশি পেশাজীবীদের জন্যও এটি হতে পারে একটি নতুন সুযোগ, বিশেষ করে যারা স্বল্পমেয়াদি ডিজিটাল বা গবেষণা প্রকল্পে কাজ করতে আগ্রহী।
তথ্যসূত্র: ট্রাভেলোবিজ