Logo
×

Follow Us

মধ্যপ্রাচ্য

সৌদি আরবে নতুন স্কিলভিত্তিক ওয়ার্ক ভিসা ব্যবস্থা চালু

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ৩০ জুলাই ২০২৫, ০৮:১৬

সৌদি আরবে নতুন স্কিলভিত্তিক ওয়ার্ক ভিসা ব্যবস্থা চালু

সৌদি আরব সরকার দক্ষতাভিত্তিক নতুন ওয়ার্ক ভিসা ব্যবস্থা চালু করেছে। এই ব্যবস্থার আওতায় বিদেশি কর্মীদের দক্ষতা, অভিজ্ঞতা ও শিক্ষাগত যোগ্যতার ভিত্তিতে তিন স্তরে ভাগ করা হচ্ছে।

নতুন নিয়ম অনুযায়ী, ৫ জুলাই ২০২৫ থেকে বর্তমান কর্মীদের এবং ৩ আগস্ট থেকে নতুন নিয়োগে আসা কর্মীদের ক্ষেত্রে এই স্কিম কার্যকর হবে।

তিন স্তরের শ্রেণিবিন্যাস:

১. উচ্চ দক্ষতা (High-skilled): চিকিৎসক, প্রকৌশলী, আইটি বিশেষজ্ঞ

২. দক্ষ (Skilled): টেকনিশিয়ান, প্রশাসনিক কর্মকর্তা, সুপারভাইজর

৩. মৌলিক (Basic): শ্রমিক ও সহায়ক কর্মী (বয়স ৬০ বছরের নিচে হতে হবে)

প্রতিটি স্তরে সৌদি Qiwa প্ল্যাটফর্মে পয়েন্ট ভিত্তিক মূল্যায়ন করা হবে। শিক্ষাগত ডিগ্রি, পেশাগত অভিজ্ঞতা ও বেতন কাঠামো এই নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

সৌদি শ্রম মন্ত্রণালয় জানিয়েছে, ভিসার অনুমোদন আর শুধু পদবির ভিত্তিতে নয়, বরং বাস্তব দক্ষতা ও যোগ্যতার ওপর নির্ভর করবে। নিয়োগকর্তারা কর্মীদের সঠিকভাবে শ্রেণিবিন্যাস না করলে ভবিষ্যতে নিয়োগে বাধা তৈরি হতে পারে।

শ্রমবাজারে স্বচ্ছতা আনতে এবং দক্ষ কর্মী আকর্ষণের লক্ষ্যেই এই উদ্যোগ নেওয়া হয়েছে, যা সৌদি আরবের “ভিশন ২০৩০” পরিকল্পনার অংশ।

বিশেষজ্ঞরা বলছেন, এই উদ্যোগ বাংলাদেশি চাকরিপ্রার্থীদের জন্য একটি সুযোগ, যারা আন্তর্জাতিক মানের শিক্ষাগত ও প্রযুক্তিগত দক্ষতা অর্জন করে এই কর্মসূচিতে আবেদন করতে পারেন।

বিদেশি কর্মীদের জন্য এটি শুধু চাকরির পথ নয়, বরং স্থায়ী ও বৈধ কর্মজীবনের জন্য নতুন সম্ভাবনা তৈরি করছে।

তথ্যসূত্র: গালফ নিউজ

Logo