Logo
×

Follow Us

মধ্যপ্রাচ্য

আমিরাতের গোল্ডেন ভিসায় নতুন ৫টি পেশা যুক্ত হলো

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৩ মে ২০২৫, ২৩:৪৫

আমিরাতের গোল্ডেন ভিসায় নতুন ৫টি পেশা যুক্ত হলো

সংযুক্ত আরব আমিরাত (UAE) তাদের গোল্ডেন ভিসা প্রোগ্রাম সম্প্রসারণ করেছে, যার মাধ্যমে পাঁচটি নতুন পেশাগত শ্রেণির জন্য ১০ বছরের দীর্ঘমেয়াদি আবাসন ভিসা প্রবর্তন করা হয়েছে। এই পদক্ষেপটি দেশটির বৈশ্বিক প্রতিভা আকর্ষণ এবং সংরক্ষণের কৌশলের অংশ হিসেবে নেওয়া হয়েছে।

নতুন যোগ হওয়া ৫টি গোল্ডেন ভিসা শ্রেণি

দীর্ঘমেয়াদি সেবায় নিযুক্ত নার্সরা

১২ মে আন্তর্জাতিক নার্স দিবসে দুবাই হেলথ কর্তৃপক্ষের অধীনে ১৫ বছরেরও বেশি সময় ধরে সেবা প্রদানকারী নার্সদের জন্য গোল্ডেন ভিসা ঘোষণা করা হয়। এই পদক্ষেপটি স্বাস্থ্যসেবায় নার্সদের অবদানের স্বীকৃতি হিসেবে নেওয়া হয়েছে।

অসাধারণ শিক্ষক ও শিক্ষাবিদরা

দুবাইয়ের প্রাইভেট স্কুল, বিশ্ববিদ্যালয় এবং প্রাথমিক শিক্ষা কেন্দ্রগুলোর শিক্ষকরা যারা শিক্ষাক্ষেত্রে উল্লেখযোগ্য অবদান রেখেছেন, তারা গোল্ডেন ভিসার জন্য আবেদন করতে পারবেন। এই ভিসা পরিবারসহ স্পন্সর করার সুযোগও প্রদান করে।

ডিজিটাল কনটেন্ট নির্মাতা ও ইনফ্লুয়েন্সাররা

ডিজিটাল কনটেন্ট নির্মাতা, চলচ্চিত্র নির্মাতা এবং সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সাররা এখন UAE-এর ক্রিয়েটিভ রেসিডেন্সি ট্র্যাকের মাধ্যমে ১০ বছরের গোল্ডেন ভিসা পেতে পারেন। এই ভিসার জন্য কোনো স্পন্সরের প্রয়োজন হয় না।

ই-স্পোর্টস ও গেমিং পেশাজীবীরা

দুবাই প্রোগ্রাম ফর গেমিং ২০৩৩-এর অংশ হিসেবে গেমিং ও ই-স্পোর্টস পেশাজীবীদের জন্য ১০ বছরের গোল্ডেন ভিসা চালু করা হয়েছে। আবেদনকারীদের কমপক্ষে ২৫ বছর বয়সী হতে হবে এবং দুবাই কালচারের কাছ থেকে অনুমোদন প্রাপ্ত হতে হবে।

লাক্সারি ইয়ট মালিকরা

আবুধাবিতে ৪০ মিটার বা তার চেয়ে বড় ইয়টের মালিকদের জন্য গোল্ডেন ভিসা চালু করা হয়েছে। এই ভিসার আওতায় ইয়ট নির্মাণ ও সেবার সাথে যুক্ত পেশাজীবীরাও আবেদন করতে পারবেন।

এই সম্প্রসারণ UAE-এর বৈশ্বিক প্রতিভা আকর্ষণ ও সংরক্ষণের কৌশলের অংশ হিসেবে নেওয়া হয়েছে, যা দেশের অর্থনৈতিক ও জ্ঞানভিত্তিক খাতে উল্লেখযোগ্য অবদান রাখতে সক্ষম পেশাজীবীদের জন্য দীর্ঘমেয়াদি আবাসন সুবিধা প্রদান করে।

গোল্ডেন ভিসার জন্য আবেদন করতে আপনি UAE-এর সরকারি ওয়েবসাইট বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মাধ্যমে প্রয়োজনীয় তথ্য ও আবেদন প্রক্রিয়া সম্পর্কে জানতে পারেন।

তথ্যসূত্র: দ্য ইকোনমিক টাইমস

Logo