মধ্যপ্রাচ্যের নিউজ আপডেট ১৪ জানুয়ারি ২০২৬
বাহরাইনে ছয় মাসে বহিষ্কার হাজারো কর্মী
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৪ জানুয়ারি ২০২৬, ১৯:৪০
বাহরাইন
ছয় মাসে বহিষ্কার হাজারো কর্মী
বাহরাইনে গত ছয় মাসে ১ হাজার ১০৯ জন অবৈধ শ্রমিককে দেশটি থেকে বহিষ্কার করা হয়েছে। দেশটির শ্রমবাজার নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ জানিয়েছে, এসব প্রবাসী কর্মী-শ্রমিকের সবাই কর্মসংস্থান ও আবাসন-সংক্রান্ত আইন লঙ্ঘন করেছিল। বাহরাইনের শ্রম বাজার নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ জানিয়েছে, গত সেপ্টেম্বর থেকে চলতি জানুয়ারি পর্যন্ত এই অভিযানগুলো পরিচালিত হয়, যেখানে অবৈধভাবে কাজ করা শ্রমিকদের পাশাপাশি আইন ভঙ্গকারী দোকান, কর্মস্থল ও আবাসন ইউনিটও শনাক্ত করা হয়। গত ডিসেম্বর ও এই জানুয়ারি মাসেই ৯৭ জন আইন লঙ্ঘনকারীকে দেশ থেকে বহিষ্কার করা হয়েছে। তবে তারা কোন দেশের নাগরিক, সে বিষবে কিছু জানা যায়নি। জানুয়ারির প্রথম সপ্তাহে মোট ৩৪২টি অভিযান পরিচালিত হয়, যাতে ১৮ জনকে আটক করা হয় এবং ১২৭ জনকে দেশ থেকে বহিষ্কার করা হয়। এসব অভিযানে স্বরাষ্ট্র মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট সরকারি সংস্থাগুলো যৌথভাবে অভিযান পরিচালনা করেছে। কর্তৃপক্ষ জানিয়েছে, ভবিষ্যতেও এমন অভিযান চালু থাকবে। তাই বাহরাইনে থাকা দেড় লাখ কর্মী- শ্রমিকের ভিসা-সংক্রান্ত কাগজপত্র আপডেট রাখা গুরুত্বপূর্ণ।
কুয়েত
নকল মার্কিন ডলারের ছড়াছড়ি
কুয়েতে ১ লাখ ৩০ হাজার মার্কিন ডলারের জাল নোট জব্দ করেছে দেশটির পুলিশ। এক কুয়েতি পুলিশের কাছে অভিযোগ করেছেন, তিনি আনুমানিক মাত্র ৭ হাজার কুয়েতি দিনারে ৫০ হাজার ডলার কিনেছিলেন, যা বাজার মূল্যের প্রায় অর্ধেক এবং পরে ব্যাংকে নিলেই তিনি বুঝতে পান ডলারগুলো নকল। পরে পুলিশ অভিযান চালিয়ে ফারওয়ানিয়া ও জলীব আল-শইউখ এলাকা থেকে ছয়জন সিরিয়ান নাগরিককে গ্রেফতার করে। দেশটির পুলিশ নাগরিক ও প্রবাসীদের জাল ডলার সম্পর্কে সতর্ক থাকতে বলেছে।
এদিকে, কুয়েতের বিমানবন্দরে মাদকসহ দুই প্রবাসীকে আটক করেছে। তাদের একজন ভারতীয় ও আরেকজন বেনিনের এক নারী। তাদের কাছ থেকে সোয়া এক কেজি গাঁজা উদ্ধার করা হয়। সাম্প্রতিক মাসগুলোতে কুয়েত সরকার মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থান গ্রহণ করেছে। তাই এ নিয়ে কুয়েত প্রবাসীদের সতর্ক থাকা দরকার।
সৌদি আরব
অনুমতি ছাড়া তথ্য প্রকাশ গুরুতর অপরাধ
অনুমতি ছাড়া কারো ব্যক্তিগত তথ্য প্রকাশ করাকে গুরুতর অপরাধ হিসেবে আখ্যা দিয়েছে সৌদি সরকার। দেশটির পাবলিক প্রসিকিউশন নাগরিক ও বাসিন্দাদের সতর্ক করে দিয়ে বলেছে, কারো ব্যক্তিগত তথ্য অনুমতি ছাড়া প্রকাশ বা সরবরাহ করা হলে এর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। সৌদিতে কোনো ব্যক্তির গোপনীয়তা ও মৌলিক অধিকার লঙ্ঘন করলে এটিকে Personal Data Protection Law-এর আওতায় শাস্তিযোগ্য অপরাধ হিসেবে গণ্য করা হয়। এই আইনের অধীনে অনুমতি ছাড়া সংবেদনশীল তথ্য প্রকাশের উদ্দেশ্যে যদি কারো ক্ষতি করা হয় বা তাতে কারো ব্যক্তিগত লাভ হয়, তাহলে সেটিও অপরাধ হিসেবে দেখা হবে এবং যে কোনো ধরনের তথ্যের অপব্যবহার প্রমাণিত হলে সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।
সৌদি আরবে আছেন প্রায় ৩৫ লাখ প্রবাসী বাংলাদেশি। প্রবাসীদের অনেকেই নিজের অজান্তেই অন্যের ব্যক্তিগত তথ্য বিভিন্ন সামাজিক মাধ্যমে প্রকাশ করে নিজেদের বিপদের মুখে ফেলতে পারেন। প্রসিকিউশনের এমন বিবৃতি তাদের জন্য একটি বড় সতর্কবার্তা।
logo-1-1740906910.png)