Logo
×

Follow Us

অন্যান্য

প্রবাস অর্থনীতির খবর

২০২৬ সালে আরো বাড়তে পারে গোল্ডের দাম

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৯ ডিসেম্বর ২০২৫, ১৯:১২

২০২৬ সালে আরো বাড়তে পারে গোল্ডের দাম

২০২৫ সালের গোল্ডের দাম সর্বোচ্চ শিখরে উঠেছে। আমিরাতে প্রতি গ্রাম গোল্ডের দাম ৫৪৬ দিরহাম ছাড়িয়ে গেছে। আমেরিকাতে ২৪ ক্যারেট গোল্ডের দাম বেড়ে দাঁড়িয়েছে ৪৫৪৯ ডলার। বিশ্বব্যাপী ভূ-রাজনৈতিক উত্তেজনা তীব্রতর হওয়ায় গোল্ডের দামের এই বৃদ্ধি বলে ধারণা করছেন বিশ্লেষকরা।

ভেনেজুয়েলার তেলের ওপর মার্কিন অবরোধ, ইউরোপের যুদ্ধবিরতির স্পষ্ট ঘোষণা না আসা, মধ্যপ্রাচ্যে অস্থিরতা না কমা, চীন-জাপানের মধ্যে চলমান দ্বন্দ্ব ও আফ্রিকার সোমালিয়ায় সাম্প্রতিক ঘটনা পুরো বিশ্বে অস্থিরতা বাড়ার সংকেত দিচ্ছে। বিশ্বব্যাপী এমন ভূ-রাজনৈতিক উত্তেজনা কমার লক্ষণ না থাকায় বিশেষজ্ঞরা পূর্বাভাস দিচ্ছেন, ২০২৬ সালেও দাম আরো বাড়বে।

এদিকে, সোমবার বাংলাদেশের বাজারে ২২ ক্যারেটের গোল্ড বিক্রি হয়েছে প্রতি ভরি ১ লাখ ৯০ হাজার ৪২৮ টাকা, ২১ ক্যারেট ১ লাখ ৮১ হাজার ৭৬৪ টাকা এবং ১৮ ক্যারেট ১ লাখ ৫৫ হাজার ৮১৮ টাকা।

দাম বাড়ায় সংযুক্ত আরব আমিরাতের ক্রেতাদের মধ্যে গোল্ডের চেয়েও হীরার চাহিদা বেশি লক্ষ করা যাচ্ছে। গোল্ডের বদলে হীরা উপহার দিতেই ক্রেতারা বেশি স্বাচ্ছন্দ্য বোধ করছেন। যদিও ২৯ ডিসেম্বর দুবাইয়ের গোল্ডের বাজারে ২৪ ও ২২ ক্যারেটের দাম সামান্য কমেছে।

Logo