প্রবাস অর্থনীতির খবর
আসছে রমজানে দেশে কমবে খেজুরের দাম
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৭ ডিসেম্বর ২০২৫, ১৬:৪৪
আসছে রমজানে খেজুরের দাম কমবে দেশের বাজারে। কারণ খেজুর আমদানিতে ৪০ শতাংশ শুল্ক ছাড় দিয়েছে বাংলাদেশ সরকার। এছাড়া খেজুর আমদানিতে কাস্টমস ডিউটি ২৫ শতাংশ থেকে কমিয়ে ১৫ শতাংশ করা হয়েছে। এ সুবিধা আগামী বছরের ৩১ মার্চ পর্যন্ত কার্যকর থাকবে।
এনবিআর জানিয়েছে, জনগণের ধর্মীয় অনুভূতির প্রতি শ্রদ্ধা রেখে আসন্ন রমজান মাসে খেজুরের সরবরাহ স্বাভাবিক ও মূল্য সহনীয় রাখতে খেজুর আমদানিতে বিদ্যমান কাস্টমস ডিউটি কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এছাড়া খেজুর ও অন্যান্য ফল আমদানিতে গত বছর অগ্রিম আয়করে যে ৫০ শতাংশ ছাড় দেওয়া হয়েছে, তা এ বছরও বহাল আছে।
এনবিআর মনে করছে, খেজুর আমদানিতে আমদানি শুল্ক ও অগ্রিম আয়করে উল্লেখযোগ্য পরিমাণে ছাড় দেওয়ার কারণে আসন্ন রমজান মাসে খেজুরের সরবরাহ এবং বাজারমূল্য সাধারণ ভোক্তাদের ক্রয়ক্ষমতার মধ্যে থাকবে।
logo-1-1740906910.png)