প্রবাস অর্থনীতির খবর
গোল্ডের দামে রেকর্ড, বদলাচ্ছে ক্রেতাদের আচরণ
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২২ ডিসেম্বর ২০২৫, ২০:০২
২০২৫ সালের শেষ দিকে এসে বিশ্ববাজারে আবারো গোল্ডের দাম বাড়ছে। বিশ্বের নানা গণমাধ্যম খরব দিচ্ছে, মধ্যপ্রাচ্যের অন্যতম গোল্ডের বাজার আমিরাতে ২৪ ক্যারেট স্বর্ণ এই সময়ে প্রতি গ্রাম ৫৩৯.৭৫ দিরহাম পর্যন্ত উঠেছে। ২২, ২১ ও ১৮ ক্যারেট গোল্ডের দামও উল্লেখযোগ্যভাবে বেশি ছিল।
এদিকে, বাংলাদেশের বাজারেও গোল্ডের দাম চড়া। বাজুসের তথ্য মতে, ২২ ডিসেম্বর ২২ ক্যারেট গোল্ড প্রতি গ্রাম বিক্রি হয়েছে ১৮ হাজার ৭০০ টাকায়। আর প্রতি ভরির দাম পড়েছে ২ লাখ ১৮ হাজার ১১৭ টাকায়। ২১ ক্যারেট প্রতি ভরি ২ লাখ ৮ হাজার ২০৩ টাকা এবং ১৮ ক্যারেট বিক্রি হচ্ছে প্রতি ভরি ১ লাখ ৭৮ হাজার ৪৬০ টাকায়।
আমিরাতে গোল্ডের দাম বাড়তে থাকলেও ক্রেতাদের গোল্ড কেনার আগ্রহে যে ভাটা পড়েছে সেটা কিন্তু নয়। তবে দেশটিতে গোল্ডের ক্রেতাদের কেনাকাটার আচরণে পরিবর্তন এসেছে। ক্রেতারা বড় বড় গহনা আর কিনছেন না। তার বদলে হালকা ও ছোট টুকরো টুকরো গোল্ড কিনছেন। কেউ কেউ হীরা যুক্ত গহনা কিনছেন। এতে দামি গোল্ড অল্প অল্প করে সংগ্রহ করার প্রবণতা দেখা যাচ্ছে। এই প্রবণতা তৈরি হয়েছে তরুণ বিনিয়োগকারীদের মধ্যেই সবচেয়ে বেশি।
বিশ্বের গণমাধ্যমগুলোর তথ্য বলছে, চলতি বছরে গোল্ডের দাম ৬৭ শতাংশ বেড়েছে। ২২ ডিসেম্বর প্রতি আউন্স গোল্ডের দাম পৌঁছেছে ৪ হাজার ৩৮৩ দশমিক ৭৩ ডলারে, যা ইতিহাসের সর্বোচ্চ। মূলত মার্কিন ফেডারেল রিজার্ভের সুদের হার কমানোর পূর্বাভাস এবং বৈশ্বিক অস্থিতিশীলতার মধ্যে নিরাপদ বিনিয়োগ হিসেবে গোল্ডের চাহিদা বেড়ে যাওয়ায়, গোল্ডের এ দামে বৃদ্ধি দেখা গেছে।
বিশেষজ্ঞরা এটাও মনে করেন, বিশ্বের কোথাও যদি যুদ্ধের তোড়জোড় বেড়ে যায়, তাহলে বিনিয়োগকারীরা লোকসানের ভয়ে গোল্ড কেনা শুরু করেন। কারণ তারা মনে করেন, বিনিয়োগের মাধ্যম হিসেবে ডলারের দর পড়ে গেলেও গোল্ডে লোকসান নেই। বরং যুদ্ধের আশঙ্কা থাকলেও আরো বাড়তে পারে মূল্যবান এই ধাতুটির দাম। কখনো কখনো আবার বিশ্বের নানা দেশের কেন্দ্রীয় ব্যাংক, অর্থনৈতিক অনিশ্চয়তায় টনে টনে গোল্ড কিনে মজুত রাখতে চায়। তখনো চাহিদা বাড়তে থাকলে, বেড়ে যায় গোল্ডের দাম। এখন গোল্ডের দাম এমন চাঙ্গা হওয়ার কারণে আমরা কি এটা অনুমান করব নতুন কোনো যুদ্ধ বাঁধতে যাচ্ছে পৃথিবীর অন্য কোনো প্রান্তে?
logo-1-1740906910.png)