Logo
×

Follow Us

অন্যান্য

বাংলাদেশ কৃষি ব্যাংক জিএমের পরামর্শ

প্রবাসীদের হতে হবে সঞ্চয়মুখী, থাকতে হবে ভবিষ্যৎ পরিকল্পনা

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৮ ডিসেম্বর ২০২৫, ২০:১৬

প্রবাসীদের হতে হবে সঞ্চয়মুখী, থাকতে হবে ভবিষ্যৎ পরিকল্পনা

জীবন আর জীবিকার টানে প্রবাসে থাকা কর্মীদের বারবার যেতে হয় বিদেশে। কারণ দেশে স্বজনের কাছে টাকা পাঠালেও অনেক সময় সেই টাকা আর তার থাকে না। লম্বা সময় বিদেশ কাটিয়েও অনেক সময় দেশে ফিরে স্থায়ী কিছু করতে পারেন না। 

হাড়ভাঙা পরিশ্রমে যে কর্মী রেমিট্যান্স পাঠান দেশে, অনেক সময় তার লাভের মুখ আর দেখা হয় না। খুব কাছের মানুষ যখন তাকে ঠকিয়ে দেয়, তখন কর্মীর জীবন অসহায় হয়ে পড়ে। 

রেমিট্যান্স অর্জনে শীর্ষে উঠে আসা কৃষি ব্যাংকের কর্মকর্তারা বলছেন, জীবন ধারণের খরচের বাইরে প্রবাসীদের হতে হবে সঞ্চয়মুখী। ভিন দেশে বিপথে টাকা না উড়িয়ে, ভবিষ্যতের চিন্তা মাথায় রেখে করতে হবে সঞ্চয়ের পরিকল্পনা। প্রয়োজনে নিজ নামে সঞ্চয় স্কিম খুলতে হবে। বাংলাদেশ কৃষি ব্যাংকের প্রধান শাখার জেনারেল ম্যানেজার মো. মুস্তাফিজুর রহমান বলেন, প্রবাসীরা আপনারা পরিবারের খরচ দেন, মা-বাবাকে টাকা দেন; কোনো সমস্যা নাই, কিন্তু নিজের সন্তান আর পরিবারের কথা চিন্তা করে সঞ্চয় করুন।  

মুস্তাফিজুর রহমান আরো জানান, তারা বিদেশফেরত কর্মীদের ব্যবসা প্রতিষ্ঠায় সহায়তা করেন, প্রয়োজনে ঋণও দেন। 

তবে হুন্ডিতে নয় বরং বৈধ চ্যানেলে রেমিট্যান্স পাঠাতে প্রবাসী কর্মীদের পরামর্শ দিলেন ব্যাংক কর্মকর্তা। রেমিট্যান্সে ২.৫ শতাংশ সরকারি প্রণোদনার কারণে হুন্ডির চেয়ে ব্যাংকিং চ্যানেলেই রেমিট্যান্স পাঠানোতে লাভ বেশি।  

কৃষি ব্যাংকের মাধ্যমে বর্তমানে সবচেয়ে বেশি রেমিট্যান্স আসছে সৌদি আরব থেকে। এরপরই রয়েছে মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশ, ইউরোপ এবং মালয়েশিয়া। তবে যুক্তরাষ্ট্র, সাইপ্রাস, ডেনমার্ক এমনকি আফ্রিকার বিভিন্ন দেশ থেকেও কৃষি ব্যাংকের মাধ্যমে টাকা আসছে, যা বিশ্বব্যাপী বাংলাদেশিদের উপস্থিতির প্রমাণ।

Logo