Logo
×

Follow Us

অন্যান্য

প্রবাস অর্থনীতির খবর

কেন স্মার্টফোনের দাম বাংলাদেশে এত বেশি?

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৪ ডিসেম্বর ২০২৫, ১৮:৫৮

কেন স্মার্টফোনের দাম বাংলাদেশে এত বেশি?

বিশ্বের নানা দেশের তুলনায় বাংলাদেশে স্মার্ট ফোনে ট্যাক্স সর্বোচ্চ। শুধু অ্যাপল ফোন নয়, স্যামসাং, ভিভো, শাওমি বা অন্য যে কোনো গ্লোবাল ব্র্যান্ডের দামও অন্যান্য দেশের তুলনায় অনেক বেশি। স্মার্টফোনের ট্যাক্স বাংলাদেশ ৬১.৮ শতাংশ। অথচ এই ট্যাক্স ভিয়েতনামে ১৫ শতাংশ, ভারতে ২০ শতাংশ, শ্রীলঙ্কায় ৩০ শতাংশ ও মালয়েশিয়ায় ১০ শতাংশ।

তাই সাধারণ মানের ফোনের দাম অন্য দেশে যাই হোক না কেন, বাংলাদেশে তা বিক্রি হয় প্রায় দ্বিগুণেরও বেশি দামে। ফলে বিদেশে থাকা আত্মীয়স্বজনের মাধ্যমে দেশের বাইরে কম দামে সেলফোন আনতে আগ্রহী দেশের মানুষ।

দেশে ইমিগ্রেশনের বিদ্যমান নিয়ম অনুযায়ী, বিদেশফেরত একজন যাত্রী বা প্রবাসী নিজের জন্য দুটি ফোনের বাইরে আরেকটি নতুন ফোন আনতে পারেন। বিএমইটি কার্ডধারী কর্মীরা নিজের দুই ফোনের বাইরে আনতে পারেন আরো দুটি নতুন ফোন। তবে এর বেশি ফোন আনতে গেলে, ফোনের দাম অনুযায়ী ৫ থেকে ২৫ হাজার টাকা পর্যন্ত ট্যাক্স দিতে হয়। আর এই সুযোগ পাওয়া যায় বছরে একবারই।

যদিও বিগত সময়ে বিদেশফেরত যাত্রীরা দেশের বাইরে থেকে যতবার ইচ্ছা ততবার নতুন ফোন আনতে পারতেন। বিদেশ থেকে ফোন আনা নিয়ে প্রবাসী ও যাত্রীদের ক্ষোভের সঞ্চার হয়েছে। তবে দেশীয় স্মার্টফোন উৎপাদন প্রতিষ্ঠানগুলোর কর্মকর্তারা বলছেন, যাত্রীরা বিদেশ থেকে ফোন এনে দেশে কম দামে বিক্রি করলে বা অবৈধ আমদানি না হলে বাঁচবে না স্থানীয় শিল্প।    

Logo