বিদেশে চাকরির খবর
বোয়েসেলের বিজ্ঞপ্তি, ব্রুনাই নেবে ৭৭ জন কর্মী

অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৯ অক্টোবর ২০২৫, ১৬:৫১

বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেড (বোয়েসেল) ব্রুনাইয়ের ৬টি কোম্পানিতে দক্ষ পুরুষ কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। যেখানে ঘাস কাটার, রুটি বা কেক প্রস্তুতকারক, রাজমিস্ত্রি, কার্পেন্টার, ফোরম্যান, গাড়িচালক, কৃষি শ্রমিক ও সাধারণ শ্রমিক পদে মোট ৭৭ জন নিয়োগ করা হবে।
যাদের বেতন পদ অনুযায়ী দৈনিক ২০ ডলার থেকে মাসিক ৬০০ ডলার পর্যন্ত।
আবেদনকারীদের ন্যূনতম ২-৩ বছরের সংশ্লিষ্ট কাজের অভিজ্ঞতা থাকতে হবে। আর বয়স হতে হবে ন্যূনতম ২০ বছর থেকে সর্বোচ্চ ৫০ বছরের মধ্যে।
আগ্রহী প্রার্থীরা অনলাইনে বোয়েসেলের ওয়েবসাইটের মাধ্যমে ২২ অক্টোবর ২০২৫ পর্যন্ত আবেদন করতে পারবেন।
আবেদন ফি বাবদ বিকাশে ১০০ টাকা পরিশোধের মাধ্যমে ট্রানজেকশন আইডি জমা দিতে হবে।
এছাড়া আবেদন করার সময় প্রার্থীদের মূল পাসপোর্ট, শিক্ষাগত যোগ্যতার সনদপত্র, সিভি, অভিজ্ঞতার সনদপত্র এবং অন্যান্য প্রমাণাদি জমা দিতে হবে।
নিয়োগ প্রক্রিয়ার মধ্যে রয়েছে স্বাস্থ্য পরীক্ষা, ইন্টারভিউ ও অন্যান্য শর্তাবলি।
যোগ্য প্রার্থীদের ২ বছর মেয়াদি শ্রম চুক্তি করতে হবে।
আবেদনের শেষ তারিখ ২২ অক্টোবর। ক্লিক করতে পারেন স্ক্রিনে দেখানো লিংকে।