Logo
×

Follow Us

অন্যান্য

স্কলারশিপ আপডেট

ইতালিতে ডিএসইউ স্কলারশিপ ২০২৫-২৬

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৮ সেপ্টেম্বর ২০২৫, ১৩:৫১

ইতালিতে ডিএসইউ স্কলারশিপ ২০২৫-২৬

ইতালির ইউনিভার্সিটি অব মিলান বিদেশি শিক্ষার্থীদের জন্য ডিএসইউ স্কলারশিপ ২০২৫-২৬ ঘোষণা করেছে, যা বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য আন্তর্জাতিক মানের উচ্চশিক্ষা অর্জনের একটি সোনালি সুযোগ। এই স্কলারশিপের আওতায় নির্বাচিত শিক্ষার্থীরা সর্বোচ্চ ১০ মাস পর্যন্ত প্রতি মাসে ৬০০ ইউরো ভাতা, বিশ্ববিদ্যালয়ের ক্যাফেটেরিয়ায় বিনামূল্যে খাবার, আবাসন সুবিধা এবং ইউরোপের মধ্যে সর্বোচ্চ ১০০ ইউরো ও ইউরোপের বাইরে সর্বোচ্চ ৫০০ ইউরো পর্যন্ত ভ্রমণ ভাতা পাওয়া যায়।

এই স্কলারশিপে আবেদনের জন্য কোনো আইইএলটিএস করার প্রয়োজন নেই, তবে স্নাতক প্রোগ্রামের জন্য উচ্চমাধ্যমিক সনদ, স্নাতকোত্তর প্রোগ্রামের জন্য স্নাতক সনদ এবং পিএইচডি প্রোগ্রামের জন্য স্নাতকোত্তর সনদ প্রয়োজন। আবেদনকারীদের ইংরেজি ভাষায় দক্ষতার প্রমাণপত্র থাকতে হবে, তবে আইইএলটিএস বাধ্যতামূলক নয়। 

ইউনিভার্সিটি অব মিলান বিভিন্ন বিষয়ের শিক্ষার্থীদের জন্য স্কলারশিপ দিয়ে থাকে। এর মধ্যে রয়েছে মেডিসিন, ভেটেরিনারি মেডিসিন, বিজ্ঞান ও প্রযুক্তি, আইন, কম্পিউটার বিজ্ঞান, ইঞ্জিনিয়ারিং, ফার্মেসি, কৃষি ও খাদ্যবিজ্ঞান, হিউম্যানিটিজ, সামাজিক ও রাজনৈতিক বিজ্ঞান এবং ভাষা ও আন্তঃসংস্কৃতিক যোগাযোগ। ইতিপূর্বে এই স্কলারশিপটি বিশ্বের প্রতিভাবান শিক্ষার্থীদের জন্য বড় সুযোগ হিসেবে স্বীকৃত, যারা শিক্ষাবৃত্তি ও গবেষণার মাধ্যমে আন্তর্জাতিক ক্যারিয়ার গড়েছেন।

আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ অনলাইন। বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইটে ফরম পূরণ, পছন্দের প্রোগ্রাম নির্বাচন, প্রয়োজনীয় কাগজপত্র আপলোড ও ডিএসইউ স্কলারশিপের জন্য আগ্রহ প্রকাশ করতে হবে।

বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য আবেদনের শেষ তারিখ ৩০ সেপ্টেম্বর ২০২৫।

https://www.unimi.it/en/study/financial-support/international-scholarships

Logo