স্কলারশিপ আপডেট
সৌদির বিশ্ববিদ্যালয়ে স্কলারশিপ, আবেদন শেষ ১ অক্টোবর ২০২৫

অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৬ আগস্ট ২০২৫, ১৯:৪৮

সৌদি আরবের খ্যাতনামা গবেষণা প্রতিষ্ঠান কিং আবদুল্লাহ ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে ২০২৬ শিক্ষাবর্ষে ভর্তি ও স্কলারশিপের আবেদন ওপেন হয়েছে। এই প্রোগ্রামে নির্বাচিত প্রত্যেক শিক্ষার্থীকে স্বয়ংক্রিয়ভাবে এ ফেলোশিপ দেওয়া হবে।
কিং আবদুল্লাহ ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে (KAUST) পূর্ণাঙ্গ স্কলারশিপের আওতায় শিক্ষার্থীরা বিনামূল্যে শিক্ষার সুযোগসহ মাসিক স্টাইপেন্ড হিসেবে প্রতি বছর প্রায় ২০ থেকে ৩০ হাজার মার্কিন ডলার, ক্যাম্পাসে আবাসন সুবিধা, স্বাস্থ্য বীমা এবং ভিসা ও রিলোকেশন খরচ বাবদ সর্বমোট বছরে প্রায় ৭০ থেকে ৮০ হাজার ডলার সমপরিমাণ সহায়তা পাবেন।
এই স্কলারশিপের আবেদন করতে প্রয়োজন ন্যূনতম সিজিপিএ ৩.৫ বা চার থাকলে ভালো হয়। ইংরেজি ভাষার দক্ষতার জন্য আইইএলটিএসের স্কোর কমপক্ষে ৬.৫ থাকতে হবে।
সাধারণত বাইয়ো সায়েন্স, মেরিন সায়েন্স, এনভায়রনমেন্টাল সায়েন্স, অ্যাপ্লাইড ম্যাথ, কম্পিউটার সায়েন্স, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, কেমিক্যাল সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, এনার্জি রিসোর্স অ্যান্ড পেট্রোলিয়াম ইঞ্জিনিয়ারিং এসব সাবজেক্টে বাংলাদেশের শিক্ষার্থীদের স্কলারশিপ পাওয়ার সুযোগ আছে।
২০২৬ সালের স্পিং সেশনে আবেদন গ্রহণ শুরু হয়েছে ১৫ আগস্ট ২০২৫ থেকে এবং আবেদন জমা দেওয়ার শেষ তারিখ ১ অক্টোবর ২০২৫।
ফুল সেশনের আবেদন তিন রাউন্ডে গ্রহণ করা হবে। প্রথম রাউন্ড ১৫ আগস্ট থেকে ১ অক্টোবর, দ্বিতীয় রাউন্ড ১৫ আগস্ট থেকে ১৭ জানুয়ারি ২০২৬ এবং তৃতীয় রাউন্ডে ১৫ আগস্ট থেকে ১১ এপ্রিল ২০২৬ পর্যন্ত।
আগ্রহী প্রার্থীদের দ্রুত আবেদন করার পরামর্শ দেওয়া হচ্ছে, কারণ অনেক প্রোগ্রাম প্রথম রাউন্ডের পর বন্ধ হয়ে যেতে পারে।