Logo
×

Follow Us

ইউরোপ

অনিয়মিত অভিবাসীর সংখ্যা বাড়ছে ইতালিতে, শীর্ষে বাংলাদেশিরা

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৯ আগস্ট ২০২৫, ০৮:৪৫

অনিয়মিত অভিবাসীর সংখ্যা বাড়ছে ইতালিতে, শীর্ষে বাংলাদেশিরা

ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইতালিতে অনিয়মিত অভিবাসীর সংখ্যা বাড়ছে। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ২০২৫ সালের ১৩ আগস্ট পর্যন্ত সমুদ্রপথে ইতালিতে পৌঁছেছেন ৩৮ হাজার ২৬৩ জন অভিবাসনপ্রত্যাশী, যা গত বছরের একই সময়ের তুলনায় কিছুটা বেশি। ২০২৪ সালে এই সংখ্যা ছিল ৩৭ হাজার ৬৪৪ জন, আর ২০২৩ সালে রেকর্ড ৯৯ হাজার ৫২২ জন।

চলতি বছর ইতালিতে পৌঁছানো অভিবাসীদের মধ্যে সংখ্যায় শীর্ষে রয়েছেন বাংলাদেশিরা। মোট ১২ হাজার ৮৬ জন বাংলাদেশি সমুদ্রপথে ইতালিতে পৌঁছেছেন। এরপর রয়েছে ইরিত্রিয়া (৫,২১৫ জন), মিসর, পাকিস্তান, ইথিওপিয়া, সুদান ও সোমালিয়ার নাগরিকরা।

সম্প্রতি ইতালির দক্ষিণ সার্ডিনিয়ায় আটজন অভিবাসীকে নিয়ে একটি নৌকা ডুবে যায়। একজনের মরদেহ উদ্ধার করা হয়, একজনকে জীবিত উদ্ধার করা হয়, বাকিদের খোঁজে উদ্ধার অভিযান চলছে। সার্ডিনিয়ার বিভিন্ন উপকূলীয় এলাকায় গত কয়েক দিনে ৩৪ জন অভিবাসী পৌঁছেছেন, যাদের স্থানীয় আশ্রয়কেন্দ্রে নেওয়া হয়েছে।

এছাড়া লাম্পেদুসা দ্বীপেও অভিবাসীদের আগমন অব্যাহত রয়েছে। ১০ আগস্ট সেখানে পৌঁছেছেন ৫৮ জন, যাদের মধ্যে দুজন অপ্রাপ্তবয়স্ক। তারা লিবিয়ার জুওয়ারা বন্দর থেকে যাত্রা শুরু করেন।

বেসরকারি সংস্থা ইমার্জেন্সির উদ্ধারকারী জাহাজ লাইফ সাপোর্ট গত সপ্তাহে তিনটি অভিযান চালিয়ে ১৪৬ জন অভিবাসীকে উদ্ধার করেছে। তাদের মধ্যে ছিলেন সন্তানসম্ভবা নারী, অপ্রাপ্তবয়স্ক এবং লাইফ জ্যাকেটবিহীন যাত্রী।

এই তিন অভিযানে সুদানের নাগরিকদের সংখ্যা ছিল সবচেয়ে বেশি। এরপর আফগানিস্তান, বাংলাদেশ, মালি, নাইজেরিয়া, গিনি, ক্যামেরুন, আইভরি কোস্ট, সেনেগাল ও সোমালিয়ার নাগরিকরা।

তথ্যসূত্র: দ্য ডেইলি স্টার

Logo