Logo
×

Follow Us

মধ্যপ্রাচ্য

প্রচণ্ড গরমে শ্রমিকদের পাশে থাকতে বাহরাইন সরকারের নির্দেশ

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৯ আগস্ট ২০২৫, ০৮:৪১

প্রচণ্ড গরমে শ্রমিকদের পাশে থাকতে বাহরাইন সরকারের নির্দেশ

বাহরাইনের শ্রম ও সামাজিক উন্নয়ন মন্ত্রণালয় দেশজুড়ে চলমান তীব্র গরমের মধ্যে শ্রমিকদের নিরাপত্তা ও স্বাচ্ছন্দ্য নিশ্চিত করতে নিয়োগদাতাদের জন্য বিশেষ নির্দেশনা জারি করেছে। এই পদক্ষেপের লক্ষ্য হলো কর্মস্থলে তাপজনিত স্বাস্থ্যঝুঁকি কমানো এবং শ্রমিকদের মানবিক সুরক্ষা নিশ্চিত করা।

মন্ত্রণালয় জানিয়েছে, গ্রীষ্মকালীন তাপমাত্রা ৪৫ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে যাওয়ায় নির্মাণ ও খোলা জায়গায় কাজ করা শ্রমিকদের জন্য ঝুঁকি বেড়েছে। তাই নিয়োগদাতাদের প্রতি আহ্বান জানানো হয়েছে যেন তারা কর্মীদের জন্য পর্যাপ্ত ছায়া, বিশুদ্ধ পানি, বিশ্রামের সুযোগ এবং জরুরি চিকিৎসা সহায়তা নিশ্চিত করেন।

এছাড়া দুপুর ১২টা থেকে বিকেল ৪টা পর্যন্ত খোলা জায়গায় কাজ না করানোর নিয়ম কঠোরভাবে পালন করতে বলা হয়েছে। এই সময়টিকে ‘হিট স্ট্রোক রিস্ক জোন’ হিসেবে চিহ্নিত করা হয়েছে।

শ্রম মন্ত্রণালয় আরো জানিয়েছে, যারা এই নির্দেশনা লঙ্ঘন করবেন, তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। ইতোমধ্যে বিভিন্ন এলাকায় পরিদর্শন শুরু হয়েছে এবং শ্রমিকদের সঙ্গে সরাসরি কথা বলে বাস্তব পরিস্থিতি যাচাই করা হচ্ছে।

বাহরাইনের শ্রমনীতি অনুযায়ী, কর্মস্থলে শ্রমিকদের স্বাস্থ্য ও নিরাপত্তা নিশ্চিত করা নিয়োগদাতার দায়িত্ব। গ্রীষ্মকালীন এই নির্দেশনা তারই একটি অংশ, যা প্রতি বছর জুন থেকে আগস্ট পর্যন্ত কার্যকর থাকে।

মন্ত্রণালয় শ্রমিকদের প্রতি আহ্বান জানিয়েছে, যদি কেউ তাপজনিত অসুস্থতা অনুভব করেন, তাহলে যেন তাৎক্ষণিকভাবে সুপারভাইজার বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানান।

তথ্যসূত্র: নিউজ অব বাহরাইন

Logo